Mimi Chakraborty

Mimi Chakraborty: বারবার কলকাতা চলচ্চিত্র উৎসবে অপমানিত হয়েছি, দেখেছি উদ্যোক্তারা উদাসীন: মিমি

শাসকদলের হয়ে বহু অনুষ্ঠানেই তাঁকে ছুটে যেতে হয়। কিন্তু খোদ কলকাতার চলচ্চিত্র উৎসবে এমন ‘দায়সারা’ নিমন্ত্রণ তাঁকে অবাক করেছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১১:৩৯
রাজ চক্রবর্তী-মিমি চক্রবর্তী

রাজ চক্রবর্তী-মিমি চক্রবর্তী

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘ঠিক করে’ আমন্ত্রণ জানানো হল না মিমি চক্রবর্তীকে। আনন্দবাজার অনলাইন তাঁর কাছে এ বিষয় জানতে চাইলে মিমি বলেন, ‘‘আমার লেটার বক্সে কার্ড এসেছিল। ওই অবধি। আয়োজকদের পক্ষ থেকে না কোনও ফোন, না কোনও এসএমএসও! আমি কোথায় কখন যাব, তা-ও জানি না।’’

শাসকদলের হয়ে বহু অনুষ্ঠানেই তাঁকে বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয়। কিন্তু খোদ কলকাতার চলচ্চিত্র উৎসবে এমন ‘দায়সারা’ নিমন্ত্রণ তাঁকে অবাক করেছে।

তবে এই ঘটনা প্রথম নয়। মিমির দাবি, ২০১৯-এর চলচ্চিত্র উৎসবের মঞ্চে তাঁর নাম অবধি সঠিক ভাবে বলা হয়নি। মিমি বললেন, ‘‘আমি উপস্থিত। সঞ্চালকেরা সকলের নাম উচ্চারণ করলেন। অতিথি হিসেবে সম্ভাষণ করলেন। সেখানে আমার নাম নেই। ইন্ডাস্ট্রির সকলের নাম ডাকার পরে সব শেষে শুধু বলা হয়েছিল, ‘মিমিও আছে আমাদের সঙ্গে।’’ কাকতালীয় ভাবে ২০১৯-এর চলচ্চিত্র উৎসবেও চেয়ারম্যান ছিলেন রাজ চক্রবর্তী।

Advertisement

প্রত্যেক বার চলচ্চিত্র উৎসব ঘিরে তাঁর প্রতি এই আচরণে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুললেন সাংসদ, ‘‘দিদি তো এই দায়িত্বটা কিছু মানুষকে দিয়েছেন। ওঁর পক্ষে তো সব কিছু দেখা সম্ভব না…।’’

এ বারের চলচ্চিত্র উৎসবের ‘উৎসব কমিটি’র চেয়ারম্যান পদে রয়েছেন সেই রাজ-ই। তবে কি তাঁকেই নিশানা করলেন মিমি? রাজ নিজে কী বলছেন? আনন্দবাজার অনলাইন রাজকে ফোন করলে সে ফোন বেজে গিয়েছে।

শুক্রবার থেকে প্রেক্ষাগৃহে আসছে পরিচালক মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘মিনি’। এক ভিন্ন ধারার চরিত্রে দেখা যাবে ‘গানের ও পারের’ পুপেকে।

Advertisement
আরও পড়ুন