Malaika Arora

অর্জুন ‘সিঙ্গল’, কিন্তু মালাইকা! নতুন প্রেমের হাওয়া প্রসঙ্গে কোন ইঙ্গিত দিলেন লাস্যময়ী?

অবসাদে ভুগছেন, অকপটে স্বীকার করেছেন বনি-পুত্র। এ সবের মাঝে শরীরে উল্কি করিয়েছেন অর্জুন। এ বার অর্জুনের করা ‘সিঙ্গল’ মন্তব্যে পাল্টা জবাব দিলেন মালাইকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৯:০৩
(বাঁ দিকে) অর্জুন কপূর (ডান দিকে) মালাইকা আরোরা।

(বাঁ দিকে) অর্জুন কপূর (ডান দিকে) মালাইকা আরোরা। ছবি: সংগৃহীত।

নিজেকে ‘সিঙ্গল’ ঘোষণা করেছিলেন প্রকাশ্যে। তার পর থেকেই রাত দিন মন খারাপে ডুবে রয়েছেন। অবসাদে ভুগছেন, নিজেই স্বীকার করেছেন। অর্জুন নিজেকে ‘সিঙ্গল’ দাবি করার কয়েক দিন পরেই মালাইকার একটি ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে। অভিনেত্রীর শার্টে লেখা ছিল “আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি।” স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিয়োটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রামে। তবে মালাইকাকে ছাড়া যে ভাল নেই অর্জুন, আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সে কথা। অবসাদে ভুগছেন, অকপটে স্বীকার করেছেন বনি-পুত্র। এ সবের মাঝে শরীরে উল্কি করিয়েছেন অর্জুন। এ বার অর্জুনের করা ‘সিঙ্গল’ মন্তব্যে পাল্টা জবাব দিলেন মালাইকা।

Advertisement

বিচ্ছেদের পর থেকে নিজের জীবনধারার উপর বাড়তি নজর দিয়েছেন মালাইকা। কী কী করণীয় তার একটা তালিকাও তৈরি করেছেন। নভেম্বর মাসে খারাপ মানুষ, মদ— সমস্ত ক্ষতিকারক সঙ্গ ত্যাগ করবেন, আগেই জানিয়েছেন তিনি। এ বার জীবনের সংঘর্ষ, সাফল্য, ব্যর্থতা নিয়ে পোস্ট মালাইকার। এ বার অভিনেত্রী নিজের প্রেম জীবন প্রসঙ্গে একটি পোস্ট ভাগ করে নেন। সেখানেই তিনটি অপশন রয়েছে। একটি সম্পর্কে আছেন, আরেকটি ‘সিঙ্গল’, অন্যটি হাসির ইমোজি। মালাইকা বেছে নিলেন তিন নম্বর অপশনটি। মালাইকা বেশ কয়েক দিন আগেই জানিয়েছেন, তিনি এখন ঘুরে বেড়াবেন, নিত্য নতুন শুট করবেন এবং ভালাবাসা দিয়ে ভরিয়ে রাখবেন নিজেকে। এক কথায় মালাইকা নিজেকে নিয়ে ডুবে থাকবেন।

Advertisement
আরও পড়ুন