Celebrity Life

নতুন বছরে রণবীরের প্রাক্তন প্রেমিকা নন, বলিউড দখলে এগিয়ে তাঁর স্ত্রী? দাবি রামের

তারকা সন্তান, সেই জোরেই যদি কিছু করতে পারে। নায়িকাকে নিয়ে এমনই ভাবনা ছিল সকলের। সেই তিনিই এখন বলিউড ছাপিয়ে হলিউডেরও নয়নমণি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১২:৩১
আগামীতে আলিয়া ভট্ট, দীপিকা পাড়ুকোনের জায়গা দখল করবে?

আগামীতে আলিয়া ভট্ট, দীপিকা পাড়ুকোনের জায়গা দখল করবে? ছবি: ইনস্টাগ্রাম।

ছোটখাট চেহারার মেয়েটিকে পাত্তাই দিতেন না কেউ। তাঁর কথা উঠলেই বলিউড বলত, ‘ও তো বাচ্চা! ও কী করবে?’ এ-ও শোনা যেত, তারকা সন্তান হিসেবে যেটুকু সুযোগ পাচ্ছেন যথেষ্ট। তাতেই যা হবে। তার বেশি ওই ছোট্ট মেয়েটির দ্বারা আর কিছুই হবে না। সেই তিনিই নাকি বলিউডের আগামী ‘সুয়োরানি’। আলিয়া ভট্ট, দীপিকা পাড়ুকোনের যোগ্য প্রতিদ্বন্দ্বী। এমন দাবি উঠছে বলিউডেই! রণবীর কপূরের প্রাক্তন প্রেমিকা আর বৌয়ের মধ্যে নাকি খুব শিগগিরি ইঁদুরদৌড় শুরু হতে চলেছে, এই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না কেউ। নিন্দকেরাও বলতে ছাড়ছেন না, “রণবীর যা ছুঁয়ে দেখেন তা-ই সোনা!” দীপিকা-আলিয়াকে দেখেই নাকি এ কথা মনে হয়েছে তাঁদের।

Advertisement

দীপিকার ঘাড়ে শ্বাস ফেলছেন আলিয়া— কথাটা যে মিথ্যে নয় তার প্রমাণ অভিনেতা রাম কপূর। তিনি আলিয়াকে তাঁর প্রথম ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ থেকে চেনেন। ওই ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। সদ্য রাম বিষয়টি নিয়ে মুখ খুলেছেন একাধিক সংবাদমাধ্যমে। জানিয়েছেন, কর্ণ জোহরের ছবিতে অভিনয়ের সময় আলিয়া সত্যিই ছোট ছিলেন। চেহারায়, বয়সেও। আনকোরা মেয়েটিকে প্রযোজক-পরিচালক ভরসা করলেও ইন্ডাস্ট্রি করতে পারেনি। ফলে, তাঁর ভবিষ্যত নিয়েও কেউ খুব একটা আশার আলো দেখতে পাননি। বরং ধারণা ছিল, আগামীতে নায়িকার সহ অভিনেতা বরুণ ধওয়ান, সিদ্ধার্থ মলহোত্র নিজেদের প্রমাণ করবেন।

সেই আলিয়াই ‘হাইওয়ে’, ‘উড়তা পঞ্জাব’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গল্লি বয়’-এর মতো একের পর এক ছবিতে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন। দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছেন ‘গঙ্গুবাই কাথিয়াবাড়ি’তে। বলিউড সেই ‘বাচ্চা’ মেয়েটিকে কুর্নিশ জানাতে বাধ্য হয়েছে। আলিয়ার এই যাত্রার সফরসঙ্গী রাম। তিনি অবশ্য প্রথম দিন থেকে বুঝেছিলেন, বলিউডের অন্যতম স্তম্ভ প্রযোজক-পরিচালক মহেশ ভট্টের মেয়ে হিসেবে নয়, আলিয়া ভট্ট হিসেবেই প্রতিষ্ঠিত হবেন নায়িকা।

Advertisement
আরও পড়ুন