Celebrity Life

বাদশার পানশালায় বিস্ফোরণ, দায় নিলেন বিশ্নোই ঘনিষ্ঠ গোল্ডি ব্রার!

পঞ্জাবি গায়ক বাদশার পানশালার সামনে বোমা বিস্ফোরণের ধরন দেখেই গুঞ্জন ওঠে, লরেন্স বিশ্নোই দলের কাজ নয় তো?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ২০:৫২
বাদশার পানশালায় বিস্ফোরণ।

বাদশার পানশালায় বিস্ফোরণ। ছবি: ফেসবুক।

জল্পনা চলছিলই, এ বার কার্যত তাতে সিলমোহর পড়ল। বাবা সিদ্দিকির পরে লক্ষ্য পঞ্জাবি গায়ক বাদশা? এ দিন ভোর ৩টে নাগাদ দুই সন্দেহভাজন ব্যক্তি এসে গায়কের পানশালায় বিস্ফোরণ ঘটায় বলে খবর। পানশালার পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় এক ক্লাবেরও। পানশালা থেকে ঢিল ছোড়া দূরত্বে চণ্ডীগড় থানা। কার্যত প্রশাসনের নাকের ডগায় এমন নাশকতা দেখে কপালে ভাঁজ বলিউডের। প্রশ্ন উঠেছে, এই নাশকতার পিছনে কোনও ভাবে লরেন্স বিশ্নোইয়ের হাত নেই তো?

Advertisement

সেই ধারণা যে সত্যি, বেলা গড়াতেই তা প্রমাণিত। সংবাদমাধ্যম যখন তোলপাড় এই খবরে, তখনই সমাজমাধ্যমে চণ্ডীগড়ের ত্রাস গোল্ডি ব্রার ঘটনার দায় স্বীকার করেন। প্রশাসন থেকে সাধারণ মানুষ, প্রত্যেকেই জানে গোল্ডি লরেন্স-ঘনিষ্ঠ। সামাজিক পোস্টে গোল্ডির তরফ থেকে লেখা হয়েছে, তাঁর দলের সদস্যরা ক্লাবের মালিকদের ‘প্রটেকশন মানি’ দেওয়ার জন্য ডেকেছিলেন। কিন্তু তাঁরা তাঁদের ডাক উপেক্ষা করেন। মালিকদের সতর্ক করতে এর পরেই গোল্ডি তাঁর দলের লোকেদের হামলার নির্দেশ দেন।

দিলবাগ ধালিওয়াল (ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ) এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তদন্তকারী অফিসার ঘটনাস্থলে ভাঙা কাচ দেখেছেন। ফরেনসিক দল এসেছে। একটি এফআইআর দায়ের হয়েছে। তদন্তও চলছে। এর বেশি আপাতত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে বাদশা এখনও মুখ খোলেননি।

Advertisement
আরও পড়ুন