Lalu Prasad Yadav Biopic

লালুপ্রসাদ যাদবের বায়োপিক, মুখ্য চরিত্রে বিহারের ভূমিপুত্র?

ভারতীয় রাজনীতির অন্যতম বর্ণময় রঙিন চরিত্র হলেন বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। এ বার তাঁরই জীবনীচিত্র নির্মিত হতে চলেছে, মুখ্য চরিত্রে অভিনয় করবেন কে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১৬:১২
Lalu Prasad Yadav biopic in making

লালুপ্রসাদ যাদব। ছবি: সংগৃহীত।

বলিউডে যেন বায়োপিকের ধুম পড়েছে। বক্স অফিসে এক একটা বায়োপিক যতটা সফল হচ্ছে, নির্মাতাদের মধ্যে ততই বাড়তে থাকছে বায়োপিক নিয়ে উৎসাহ। যদিও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে তৈরি জীবনীচিত্র এখনও ততটা সাড়া ফেলতে পারেনি। অন্তত অতীতের নজির সেই কথাই বলছে। যেমন জয়ললিতা, নরেন্দ্র মোদী কিংবা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমন বেশ কিছু জীবনীচিত্র হয়েছে। তবে কোনওটাই বাণিজ্যিক সাফল্য পায়নি। এ বার আসতে চলেছে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের জীবনীচিত্র।

Advertisement

ভারতীয় রাজনীতির অন্যতম বর্ণময় রঙিন চরিত্র হলেন বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। একটা লম্বা সময় বিহারের ক্ষমতা ছিল তাঁর পরিবারের হাতে। ক্ষমতায় থাকা থেকে জেলবন্দি জীবন— সবটা নিয়েই লালু। এ বার ভারতের তৎকালীন রেলমন্ত্রী তথা বিহারের মুখ্যমন্ত্রীর জীবন ফুটে উঠবে বড় পর্দায়। সূত্রের খবর, বিগত ৫-৬ মাস ধরে তাঁর জীবনীচিত্রের কাজ শুরু হয়ে গিয়েছে। সবুজ সঙ্কেত দিয়েছে যাদব পরিবার। লালুপ্রসাদের ছেলে তেজস্বী প্রকাশ নিজে অর্থ বিনিয়োগ করছেন। ছবিটি নির্মাণের দায়িত্ব নিয়েছেন পরিচালক প্রকাশ ঝা। কিন্তু কে হবেন পর্দার লালু? জল্পনা চলছে। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, এ ক্ষেত্রে নাকি খানিক এগিয়ে রয়েছেন বিহারের আর এক ভূমিপুত্র পঙ্কজ ত্রিপাঠী। যদিও কোনও কিছুই চূড়ান্ত নয়। তবে খুব শীঘ্রই অটল বিহারি বাজপেয়ীর জীবনীচিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। সেটা শেষ করে ফের অন্য এক বায়োপিকে সম্মতি দেন কি না অভিনেতা, সেটাই দেখার!

Advertisement
আরও পড়ুন