Kriti Sanon

কৃতি কি সমকামী? প্রভাসের সঙ্গে প্রেম নিয়ে গুঞ্জনের মাঝে তাঁর সঙ্গে নাম জড়াল নায়িকার

দীপিকা পাড়ুকোনকে পছন্দ করেন কৃতি শ্যানন। এক বার এক সাক্ষাৎকারে বলে ফেলেছিলেন, যদি কখনও সমকামী নারীর চরিত্রে অভিনয় করেন, তবে বিপরীতে নায়িকা যেন হন দীপিকা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ ১২:১০
কৃতি কি সমকামী?

কৃতি কি সমকামী?

যতই পেশাদার হন, গোপন ইচ্ছে থাকে তারকাদের মনেও। এক তারকা অন্য তারকাকে মনে মনে কামনা করে রোমাঞ্চিত হন। এমন তথ্য অনেক বারই প্রকাশ্যে এসেছে। জানাজানি হতে শোরগোল পড়েছে। যেমন, ফাঁস হয়ে পড়েছে করিনা কপূরের কৈশোরের প্রেম। তার পর, সইফ-ঘরনির মন গিয়েছিল ‘টাইটানিক’-এর নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রতি। আবার চাঞ্চল্যকর তথ্য শোনা গেল সম্প্রতি। প্রভাসের সঙ্গে কৃতি শ্যাননের প্রেম নিয়ে গুঞ্জনের মাঝে বেরিয়ে পড়ল সেই খবর।

দীপিকা পাড়ুকোনকে পছন্দ করেন কৃতি। এক বার এক সাক্ষাৎকারে বলে ফেলেছিলেন, যদি কখনও সমকামী নারীর চরিত্রে অভিনয় করেন, তবে বিপরীতে নায়িকা যেন হন দীপিকা। ‘গেহেরাইয়া’ অভিনেত্রীকে খুব ‘হট’ লাগে কৃতির, কেমন সুন্দর, দীর্ঘাঙ্গী... এ সবই বলেছিলেন আবেগের বশে।

Advertisement

এখন অবশ্য কান পাতলেই কৃতির অন্য খবর শোনা যাচ্ছে। দক্ষিণী তারকা প্রভাসের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন তিনি। ২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ‘আদিপুরুষ’ ছবির। এই সিনেমাতেই একসঙ্গে দেখা যাবে প্রভাস ও কৃতিকে। ছবির সেটেই নাকি একে অপরকে মন দেওয়া-নেওয়া করেছেন নায়ক-নায়িকা। তবে, এ ব্যাপারে কেউই মুখ খোলেননি।

সূত্রের খবর, ছবির শ্যুটিং চলাকালীন কৃতি ও প্রভাসের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে। একে অপরের অনেক কাছাকাছি এসেছেন তাঁরা। সেই নমুনা সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’ শো-এ দেখেছেন দর্শক। প্রযোজক-পরিচালক কর্ণ জোহরের ওই শোয়ে মজাদার মুহূর্তে প্রভাসকে ফোন করেছিলেন কৃতি। রিং হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই কৃতির ফোন ধরেন প্রভাস। এর পর থেকেই দু’জনকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন