‘কথা’ ধারাবাহিকের একটি দৃশ্যে (বাঁ দিকে) সুস্মিতা এবং সাহেব (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
গত কয়েক সপ্তাহে ধারাবাহিকের টিআরপি তালিকায় বিশেষ রদবদল লক্ষ্য করা যায়নি। বেশ কয়েক সপ্তাহ শীর্ষস্থান নিজের দখলে রেখেছিল ‘ফুলকি’। এ বার সেই স্থান ছিনিয়ে নিয়েছে ‘কথা’। এভি এবং কথার জুটি দর্শকের পছন্দ হয়েছে। তার প্রভাবও পড়েছে নম্বরে।
চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। তাদের প্রাপ্ত নম্বর ৭.১। অন্য দিকে, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যুগ্ম ভাবে রয়েছে দুটি ধারাবাহিক। তারা হল— ‘গীতা এলএলবি’ এবং ‘পরিণীতা’। তাদের প্রাপ্ত নম্বর ৭। চলতি সপ্তাহে তৃতীয় স্থানে হাড্ডাহাড্ডি লড়াই। ৬.৯ নম্বর পেয়ে একই স্থানে রয়েছে তিনটি ধারাবাহিক। ধারাবাহিকগুলি হল ‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’ এবং ‘উড়ান’। চলতি সপ্তাহে ৬.৬ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’।
এছাড়াও টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে ‘আনন্দী’ এবং ‘রোশনাই’। ‘আনন্দী’ পেয়েছে ৬.৪ এবং ‘রোশনাই’-এর ঝুলিতে ৬.২। উল্লেখ্য, বড় স্টারকাস্টের ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’ সবে শুরু হয়েছে। তাই চলতি সপ্তাহে তারা টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারেনি।