TRP ratings

টিআরপি তালিকায় বড় বদল, শীর্ষে ‘কথা’, প্রথম পাঁচে আর কোন ধারাবাহিক জায়গা করে নিল?

চলতি সপ্তাহে টিআরপি তালিকায় শীর্ষস্থানে রয়েছে ‘কথা’। এছাড়াও প্রথম পাঁচে বেশ কিছু রদবদল ঘটেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:৪৭
Kothha holds the top position in TRP chart from 5th November to 11th November

‘কথা’ ধারাবাহিকের একটি দৃশ্যে (বাঁ দিকে) সুস্মিতা এবং সাহেব (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

গত কয়েক সপ্তাহে ধারাবাহিকের টিআরপি তালিকায় বিশেষ রদবদল লক্ষ্য করা যায়নি। বেশ কয়েক সপ্তাহ শীর্ষস্থান নিজের দখলে রেখেছিল ‘ফুলকি’। এ বার সেই স্থান ছিনিয়ে নিয়েছে ‘কথা’। এভি এবং কথার জুটি দর্শকের পছন্দ হয়েছে। তার প্রভাবও পড়েছে নম্বরে।

Advertisement

চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। তাদের প্রাপ্ত নম্বর ৭.১। অন্য দিকে, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যুগ্ম ভাবে রয়েছে দুটি ধারাবাহিক। তারা হল— ‘গীতা এলএলবি’ এবং ‘পরিণীতা’। তাদের প্রাপ্ত নম্বর ৭। চলতি সপ্তাহে তৃতীয় স্থানে হাড্ডাহাড্ডি লড়াই। ৬.৯ নম্বর পেয়ে একই স্থানে রয়েছে তিনটি ধারাবাহিক। ধারাবাহিকগুলি হল ‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’ এবং ‘উড়ান’। চলতি সপ্তাহে ৬.৬ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’।

Kothha holds the top position in TRP chart from 5th November to 11th November

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

এছাড়াও টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে ‘আনন্দী’ এবং ‘রোশনাই’। ‘আনন্দী’ পেয়েছে ৬.৪ এবং ‘রোশনাই’-এর ঝুলিতে ৬.২। উল্লেখ্য, বড় স্টারকাস্টের ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’ সবে শুরু হয়েছে। তাই চলতি সপ্তাহে তারা টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারেনি।

Advertisement
আরও পড়ুন