মৃত্যুর ভুয়ো খবর নিয়ে মুখ খুললেন খরাজ।
একেই বলে জনপ্রিয়তার যন্ত্রণা! টলিপাড়ায় গুঞ্জন, হৃদরোগে আক্রান্ত খরাজ মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ‘বেলাশুরু’র অভিনেতা। সঙ্গে সঙ্গে শহরের প্রথম সারির হাসপাতালে নাকি ভর্তি করা হয় তাঁকে। এই খবর জানতে পারে আনন্দবাজার অনলাইন। সত্যি?যাচাই করতে সংবাদমাধ্যম যোগাযোগ করেছিল অভিনেতার ছেলে বিহু মুখোপাধ্যায়ের সঙ্গে। তাঁর কথায়, ‘‘বাবা পেটের সংক্রমণে অসুস্থ। তবে ভয়ের কিছু নেই। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।’’
এর পরেই আনন্দবাজার অনলাইনের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন স্বয়ং খরাজ। রসিকতা করে বলেন, ‘‘শুনলাম, আমি নাকি মারা যাচ্ছি! হাসপাতালে ভর্তি। আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে। এর আগেও এই সমস্যায় ভুগেছি। সেই কারণেই হাসপাতালে ইনজেকশন নিতে এসেছিলাম। সেই খবর এ ভাবে ডালপালা মেলে ছড়াবে কে জানত!’’
বীরভূমের সাঁইথিয়া সংলগ্ন পাঠাই গ্রামে বাড়ি খরাজের। সেখানে এখনও দুর্গাপুজো, কালীপুজো হয়। অভিনেতার কথায়, ‘‘আমার স্ত্রী অনেক দিন ধরেই রাধামাধবের মন্দির প্রতিষ্ঠা করার অনুরোধ জানিয়েছেন। শুক্রবার দোলের দিন সেই মন্দির প্রতিষ্ঠিত হবে। সেই উপলক্ষে সপরিবারে আমি গ্রামের বাড়িতে। প্রচুর অতিথি এসেছেন। আগামী কাল প্রায় হাজার তিনেক অতিথি পাত পেড়ে খাবেন। বৃহস্পতিবার হাজার ব্যস্ততার ফাঁকে ইনজেকশন নিতে দৌড়েছিলাম রামপুরহাটে। আমার চিকিৎসক বন্ধুর কাছে।’’
অবাঞ্ছিত ভিড় থেকে দূরে রাখতেই খরাজকে আলাদা বসার ব্যবস্থা করে দিয়েছিলেন তাঁর চিকিৎসক বন্ধু। অভিনেতার মতে, সেটিই কাল হয়েছে। পেটের কারণেই নিজে ভালমন্দ রাঁধলেও কখনও বাইরের খাবার বা তেলঝালমশলা দেওয়া খাবার খান না তিনি। এ কথা নিজে জানিয়েছেন অভিনেতা। আপাতত দিন সাতেক তিনি সবাইকে নিয়ে থাকবেন গ্রামের বাড়িতে। শহরে ফিরেই ফের ব্যস্ততা। শুরু করবেন রাজা বন্দ্যোপাধ্যায়ের আগামী ছবি ‘পান্তুয়া’র শ্যুটিং।