Katy Perry

মঞ্চে এক চোখ কিছুতেই খোলে না! নিজে গাইতে না এসে রোবটকে পাঠালেন কেটি পেরি?

গাইতে গাইতে এক চোখ বন্ধ হয়ে গেল কেটির। ঠিক যেন যান্ত্রিক গোলযোগ! ভয় পেলেন লাস ভেগাসের দর্শক। তবে কি তারকা নিজে না এসে কোনও রোবটকে পাঠালেন?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১৫:০৪
কেটি পেরি না কি রোবট!

কেটি পেরি না কি রোবট! ফাইল চিত্র।

এক চোখ খুলেই গান গাইছেন! কেটি পেরি না রোবট? সব ঠিক আছে তো? লাস ভেগাসের অনুষ্ঠানে হঠাৎ শোরগোল। মানুষের শরীরে কি ‘যান্ত্রিক গোলযোগ’ হতে পারে? সে নিয়ে চর্চায় পপসঙ্গীত তারকা।

সূত্রের খবর, বুধবার লাস ভেগাসের এক অনুষ্ঠানে গাইতে এসে ডান চোখ নিয়ে সমস্যায় পড়েছিলেন ‘রোর’ গায়িকা। গান গাইতে গাইতেই তাঁর এক চোখ বন্ধ হয়ে যায় হঠাৎ। দর্শকের মধ্যে গুঞ্জন ছড়ায়, সুপারস্টার আসলে নিজে আসেননি। এসেছেন তাঁর মতো দেখতে এক রোবট। যদিও কেটিকে দেখা যায় এক হাতে চোখ টেনে ধরে রাখার চেষ্টা চালাতে। এক সময় দুটো চোখই বড় করে খুলে গেল। কয়েক মুহূর্ত স্থির তাকিয়ে রইলেন। সকলের আতঙ্কের পারদ তত ক্ষণে চড়িয়ে দিয়েছেন অনেকটাই।

Advertisement

জল্পনার মাঝে এ বার স্পষ্ট চোখ মারলেন কেটি। দর্শক-শ্রোতাদের উদ্দেশে বললেন, যথেষ্ট জোরে করতালি শুনতে পাচ্ছেন না। গানের তালে তালে হাততালি দিতে হবে যে! কিছু ক্ষণ ভূত দেখার মতো ঘোরে চলে যান দর্শক। তার পর হাসিতে ফেটে পড়েন। এ ভাবে রসিকতা করবেন কেটি, ভাবতেই পারছেন না কেউ। সবাই বোকা বনে গেলেন।

সেই ভিডিয়ো ভাইরাল নেটদুনিয়ায়। অনেকেই বলছেন, “ওঁর রোবটের প্রচুর গ্লিচ!” আবার কেউ মন্তব্য করছেন, “ভীষণ ভয় পেয়ে গিয়েছি!” আর এক ভক্ত তুলনা করেছেন ডিজনি অ্যানিমেশনের সঙ্গে। যেন ১০ বছর পরে এমনই সব মানুষ চারপাশে ঘুরবে! কেউ কেউ মিল পেলেন ছোটবেলার এক চোখ বন্ধ হয়ে যাওয়া পুতুলের সঙ্গে।

দিন দুয়েক আগেই ৩৮ বছরে পা দিয়েছেন কেটি। স্বামী তথা অভিনেতা অরল্যান্দো ব্লুম শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। ৩ বছর প্রেম করার পর ২০১৯ সালে বিয়ে করেছিলেন তাঁরা। মেয়ে ডেইজির বয়স এখন ২ বছর।

Advertisement
আরও পড়ুন