Katrina: সূর্যের আলোয় মাখা ধবধবে সাদা বালিতে কালো বিকিনিতে পারদ চড়ালেন ক্যাটরিনা

সূর্যের আলোয় হাল্কা উষ্ণ। তার উপরেই নিজেকে এলিয়ে দিয়েছেন ছিপছিপে জলপরী। মাথা ঢেকেছেন বিশাল বড় সাদা-কালো টুপিতে। নায়িকা নিজেই জানিয়েছেন, ‘পারদ চড়ছে। দিন বড় হচ্ছে। গ্রীষ্ম কড়া নাড়ছে। অর্থাৎ, ‘বিকিনি গার্ল’ হওয়ার সেরা সুযোগ এটাই। তাই দেরি না করে ঝটপট গুছিয়ে নিন স্নান পোশাক। সমুদ্র হোক বা সুইমিং পুল, চুল না ভিজিয়ে গা ভেজানোর মরশুম কিন্তু এসে গিয়েছে।’

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১৩:১২
ক্যাটরিনা কইফ

ক্যাটরিনা কইফ

বিয়ের পরে আরও খোলামেলা ক্যাটরিনা কইফ? জৌলুস, লাস্যতার বাঁধ ভেঙেছে?

নায়িকর হাবভাব, ভাগ করে নেওয়া ছবি কিন্তু তেমনই বলছে। ভিকি কৌশলকে বিয়ে করার পর ক্যাটরিনার সৌন্দর্য যেন আরও বেড়েছে। প্রায়ই তাঁকে খুল্লামখুল্লা পোশাকে দেখা যাচ্ছে। কিছু দিন আগেই তিনি বিকিনিতে প্রকাশ্যে। সেই ছবি পারদ চড়িয়েছিল সোশ্যাল মিডিয়ার। নতুন বৌমার এ হেন ছবি দেখে শ্বশুর-শাশুড়ি কী বলবেন? ফাঁপরে পড়েছিলেন অনুরাগীরা। তাঁরা দু’জনেই ঢালাও প্রশংসা করেছেন।

Advertisement

সেই প্রশংসায় বুঝি অনুপ্রাণিত ক্যাটরিনা? এ বারে তাই তিনি কালো সাঁতার পোশাকে। ধবধবে সাদা বালি। সূর্যের আলোয় হাল্কা উষ্ণ। তার উপরেই নিজেকে এলিয়ে দিয়েছেন ছিপছিপে জলপরী। মাথা ঢেকেছেন বিশাল বড় সাদা-কালো টুপিতে। নায়িকা নিজেই জানিয়েছেন, ‘পারদ চড়ছে। দিন বড় হচ্ছে। গ্রীষ্ম কড়া নাড়ছে। অর্থাৎ, ‘বিকিনি গার্ল’ হওয়ার সেরা সুযোগ এটাই। তাই দেরি না করে ঝটপট গুছিয়ে নিন স্নান পোশাক। সমুদ্র হোক বা সুইমিং পুল, চুল না ভিজিয়ে গা ভেজানোর মরশুম কিন্তু এসে গিয়েছে।’

Advertisement
আরও পড়ুন