Ranbir Kapoor

Katrina Kaif: অন্য নায়িকার সঙ্গে কাজে আপত্তি, রণবীরের এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন ক্যাটরিনা

তবে জানেন কি, এমন সাজেই এক বাঙালিনীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ক্যাটরিনা?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৬:০৪
রণবীরের ছবিতে কাজ করতে চাননি ক্যাটরিনা।

রণবীরের ছবিতে কাজ করতে চাননি ক্যাটরিনা।

লম্বা বিনুনি, সিঁথিতে সিঁদুর, কপালে বড় লাল টিপ আর সাদামাটা শাড়ি— এমন আটপৌরে সাজে ক্যাটরিনা কইফকে কখনও দেখেছেন? মনে করতে গেলে একটু বেগ পেতে হয় বৈ কি!

তবে জানেন কি, এমন সাজেই এক বাঙালিনীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ক্যাটরিনা? বিষয়টা একটু খোলসা করে বলা যাক।

ক্যাটরিনাকে ‘বরফি’-তে অভিনয়ের দিয়েছিলেন অনুরাগ বসু। তাঁকে রণবীরের প্রাক্তনের চরিত্রে নিতে চেয়েছিলেন বাঙালি পরিচালক। কিন্তু অনুরাগের সেই প্রস্তাব অভিনেত্রী ফিরিয়ে দিয়েছিলেন। অন্য এক নায়িকার সঙ্গে পর্দা ভাগ করে নিতে রাজি ছিলেন না ‘এক থা টাইগার’-এর জোয়া। অগত্যা ক্যাটরিনার বিকল্প খুঁজে নিতে হয় অনুরাগকে। শেষমেশ ক্যাটরিনার প্রত্যাখ্যাত চরিত্রে অভিনয় করেন ইলিয়ানা ডি’ক্রুজ। প্রশংসিতও হয়েছিলেন দর্শকমহলে।

Advertisement
Advertisement
আরও পড়ুন