Vicky Kaushal

Katrina-Vicky: প্রিয় রেস্তরাঁয় খেতে নিউ ইয়র্ক উড়ে গেলেন ‘ভিক্যাট’?

পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাত ধরে ঘুরে বেড়ান তারকা যুগল। যেন জন্ম জন্মান্তরের প্রেম।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মে ২০২২ ১৬:২৬
সোমবারই ফের নজরে এলেন 'ভিক্যাট'

সোমবারই ফের নজরে এলেন 'ভিক্যাট'

লোকে বলে, বলিউডের সব থেকে মধুর দাম্পত্য ভিকি কৌশল আর ক্যাটরিনা কইফের। প্রেম আর বন্ধুত্বের মিশেলে তাঁদের বোঝাপড়া অন্য মাত্রার, যা দু'জনে একসঙ্গে হাঁটলেও চোখে পড়ে। কিছু দিন আগে ভিকি নিজেও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ক্যাটরিনাকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়ে তিনি সৌভাগ্যবান। তাঁর মধ্যে বিভোর গিয়ে ডুবে থাকতে ইচ্ছে করে।

জুটিতে প্রায়ই উড়ে যান নির্জনে। প্রতিদিনের ব্যস্ততা ছেড়ে নিজেদের মতো করে সময় কাটাতে চান দম্পতি। তবে পৃথিবীর যে প্রান্তেই যান, তা নেটদুনিয়ার বাইরে তো নয়!

Advertisement

সোমবারই ফের নজরে এলেন 'ভিক্যাট'। সুন্দর সকাল, রাস্তা পার হচ্ছেন দু'জনে। ক্যাটরিনাকে জড়িয়ে রয়েছেন ভিকি। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করলেন নিজেই। ক্যাপশনে 'সুগার ক্রাশ', যেন জীবনের মধুরতম সময়টি উপভোগ করছেন অভিনেতা। তবে রাস্তাঘাট দেখে ভুল হওয়ার জো নেই, স্থানটি নিউ ইয়র্ক। কিন্তু কখন গেলেন?

গত কালই মাতৃদিবসে মায়ের কাছে আশীর্বাদ নেওয়ার ছবি দিয়েছিলেন দম্পতি। ছিলেন লন্ডনের বাড়িতে। তার পর দিন ঘুরতে না ঘুরতেই ছুটে বেড়াচ্ছেন নিউ ইর্য়কে! সেই দেখে নড়েচড়ে বসলেন অনুরাগীরাও। কেউ কেউ দীর্ঘশ্বাস ফেলে বললেন, 'তারকারা কী না পারেন!'

তবে ক্যাটরিনার পোস্ট করা একটি ছবি দেখেই নিশ্চিত হলেন সবাই। এই সেই বিখ্যাত রেস্তরাঁ, যেখানে বার বার ফিরে আসেন ক্যাটরিনা। এখানকার খাবার তাঁর বড় প্রিয়। রেস্তরাঁর নামের সঙ্গে মিলিয়ে মজা করে ছবির বিবরণীও দিয়েছেন অভিনেত্রী। ছবিতে মনোরম সবুজ শার্টে ক্যাটরিনা। তাঁকে জড়িয়ে বসে আছেন ছাই রঙের হুডি পরা ভিকি। জানলার কাচে প্রিয় রেস্তরাঁর নাম।

সেই ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিলেন পরিবার-পরিজন। প্রতিবেশী অনুষ্কা শর্মাও হৃদয় চিহ্ন এঁকে দিয়েছেন 'ভিক্যাটের' প্রতিটি ছবিতে। ভালবাসার উদ্‌যাপনে এর পর আবার কোথায় ছুটে যাবেন দু'জনে কে জানে!

Advertisement
আরও পড়ুন