প্রাচীন চৌহান
গ্রেফতার হলেন ‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত অভিনেতা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নেশায় মত্ত অবস্থায় ২২ বছরের এক তরুণীকে যৌন হেনস্থা করেছেন। শুক্রবার মধ্য রাতে প্রাচীন চৌহানকে গ্রেফতার করল মুম্বই পুলিশ।
কুরার থানার পুলিশ জানিয়েছে, তরুণী থানায় এসে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার নিজের বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন অভিনেতা। তরুণীর বয়ান অনুযায়ী, তিনি ও তাঁর এক বান্ধবী অভিনেতার পার্টিতে উপস্থিত হয়েছিলেন। মদ্যপ অভিনেতা তরুণীর অনুমতি ছাড়াই তাঁর শরীরে স্পর্শ করেন।
TV actor Pracheen Chauhan, who also appeared in serial 'Kasauti Zindagi Kay' season 1, arrested for allegedly molesting a girl. A case has been registered: Mumbai Police
— ANI (@ANI) July 3, 2021
(Photo credit: Chauhan's Instagram handle)#Maharashtra pic.twitter.com/I9EkE6k4KP
ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাচীনের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে পেশ করা হবে শনিবার। পুলিশ এর থেকে বেশি কিছু বলতে রাজি নয়। আপাতত তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
‘কসৌটি জিন্দেগি কি’-র প্রথম ভাগে অভিনয় করতেন প্রাচীন। সুব্রত বসুর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।