Kartik Aaryan

Kartik Aaryan: আমাকে বিয়ে করলে ২০ কোটি টাকা দেব, কার্তিককে প্রস্তাব অনুরাগীর

এক মহিলা কার্তিককে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আচ্ছা, আপনি আমাকে বিয়ে করলে আমি আপনাকে ২০ কোটি টাকা দেব।’

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ মার্চ ২০২২ ২১:৩৫
অদ্ভুত প্রস্তাব কার্তিককে।

অদ্ভুত প্রস্তাব কার্তিককে।

তাঁকে বিয়ে করলেই পেয়ে যেতে পারেন ২০ কোটি টাকা। কার্তিক আরিয়ানের সামনে এমনই প্রস্তাব রেখেছেন তাঁর এক মহিলা অনুরাগী। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘লুডো’খ্যাত ইনায়াত বর্মার সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন কার্তিক। সেখানে ইনায়াতকে কার্তিকের ছবির সংলাপ বলতে দেখা যাচ্ছে। কয়েক সেকেন্ডের ভিডিয়োটি মনে ধরেছে নেটাগরিকদের। কিন্তু সব চেয়ে বেশি নজর কেড়েছে এক অনুরাগীর মন্তব্য।

কী লিখেছেন তিনি?

মন্তব্য বাক্সে সেই মহিলা কার্তিককে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আচ্ছা, আপনি আমাকে বিয়ে করলে আমি আপনাকে ২০ কোটি টাকা দেব।’ এই মন্তব্য কার্তিকের নজর এড়িয়ে যায়নি। এর পরেই মজা করে কার্তিক লেখেন, ‘কখন’?

Advertisement

দু’জনের এই খুনসুটি মনে ধরেছে কার্তিকের অনুরাগীদেরও। মন্তব্যবাক্সে নানা ধরনের প্রতিক্রিয়াও জানিয়েছেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন