Kartik Aaryan

‘আমি কোনও ডেটিং অ্যাপে নেই!’ হঠাৎ কেন এমন বললেন কার্তিক আরিয়ান?

বিদ্যা বালনের কথায়, “আমি ওর পাশেই দাঁড়িয়ে থাকতাম। শুনতে পেতাম কাউকে ফোনে বলছে…” অন্য দিকে কার্তিকের বক্তব্য, “কাউকে আমার লাইভ লোকেশন জানাতে হয় না।”

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৭:০১
Image of Kartik Aaryan

ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত

কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন নাকি বিয়ের পিঁড়িতে বসছেন! সম্প্রতি এই গুঞ্জনে মুখরিত বলিপাড়া। যদিও গত জুলাই থেকে লন্ডন নিবাসী শিল্পপতি কবীর বহিয়ার সঙ্গে কৃতির সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে। কখনও সমুদ্রতটে, কখনও বিমানবন্দরে দেখা মিলেছে যুগলের। কৃতির বাড়িতেই দীপাবলি পালন করেছিলেন কবীর। তবে কার্তিক-কৃতির সম্পর্কের গুজব নিয়ে এত দিন কোনও বিবৃতি মেলেনি কার্তিকের তরফে। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।

Advertisement

সহ-অভিনেত্রী বিদ্যা বালন কার্তিকের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ঠাট্টা করায় অভিনেতা জানান, তিনি ‘সিঙ্গল’। বললেন, “কাউকে আমার লাইভ লোকেশন জানাতে হয় না। কোনও ডেটিং অ্যাপেও নেই আমি।” অভিনেতার মতে, ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির প্রস্তুতির সময় থেকেই এই সবের জন্য সময় পাননি তিনি। কড়া রুটিন মেনে চলতেন। জিমে যাওয়া, খাওয়াদাওয়া, প্রয়োজনীয় ঘুম, সবটাই বেঁধে ফেলেছিলেন নিয়মের বেড়াজালে। দু’বছর ধরে একজন অ্যাথলিটের মতো জীবনযাপন করেছেন তিনি। সেই সময় প্রথম বার সাঁতারের প্রশিক্ষণও নিয়েছিলেন অভিনেতা। কার্তিকের কথায়, “খুব ব্যস্ততার মধ্যে জীবন কেটেছে সেই সময়। তার উপর নির্দিষ্ট সময়ের মধ্যে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির শুটিং শেষ করাটাও বড় চ্যালেঞ্জ ছিল।”

তবে বিদ্যা জানান, ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির শুটিংয়ে বিরতির সময় কার্তিক সব সময় ফোনে ব্যস্ত থাকতেন। অভিনেত্রী বললেন, “আমি ওর পাশেই দাঁড়িয়ে থাকতাম। শুনতে পেতাম কাউকে ফোনে বলছে, ‘আমিও, আমিও।’ কাজেই আমার কোনও ধারণা নেই।” পরক্ষণেই কার্তিককে জিজ্ঞেস করে বসেন, “সেই মেয়ের নাম কী?”

Advertisement
আরও পড়ুন