Angana Roy

কালীপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ! হাসপাতালে ভর্তি অঙ্গনা, কেমন আছেন অভিনেত্রী?

খাদ্যে বিষক্রিয়ার ফলে হাসপাতালে ভর্তি অঙ্গনা রায়। কবে বাড়ি ফিরবেন অভিনেত্রী? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৬:৫৬
Bengali actress Angana Roy is hospitalised due to food poisoning

অভিনেত্রী অঙ্গনা রায়। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী অঙ্গনা রায় অসুস্থ। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার প্রিন্স আনওয়ার শাহ রোড সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সমাজমাধ্যমে নিজের অসুস্থতার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। কিন্তু, কী হয়েছে অঙ্গনার?

Advertisement

আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানান, খাদ্যে বিষক্রিয়ার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাটি কালীপুজোর রাতের। বেশ কয়েকটি পুজোয় আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী। পুজোর প্রসাদ খাওয়ার পর তিনি অসুস্থ বোধ করেন। পরিস্থিতি গুরুতর হলে রবিবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। অঙ্গনা জানালেন, ‘‘আমার রক্তচাপ একটু কমই থাকে। বিষক্রিয়ার ফলে রক্তচাপ আরও কমে যায়। ফলে হাসপাতালে ভর্তি করানো হল।’’

প্রসাদ থেকে খাদ্যে বিষক্রিয়া হতে পারে, সেই ধারণা ছিল না অঙ্গনার। তবে অভিনেত্রী জানালেন, এই মুহূর্তে তিনি আগের তুলনায় অনেকটাই ভাল আছেন। অঙ্গনা বললেন, ‘‘এই প্রথম আমাকে হাসপাতালে ভর্তি করানো হল। অনেকেই পরামর্শ দিয়েছেন, শরীরের অন্যান্য পরীক্ষাও করিয়ে নিতে। সেই মতো সব শুরু হয়েছে।’’

অন্য দিকে অভিনেত্রীর নিকট বন্ধু রোহন ভট্টাচার্য এই মুহূর্তে শহরের বাইরে রয়েছেন। তবে ঘন ঘন ফোনে অঙ্গনার খবর নিচ্ছেন তিনি। মঙ্গলবারই শহরে ফেরার কথা রোহনের। কয়েক মাস আগে শারীরিক অসুস্থতার কারণে ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিক থেকে সরে দাঁড়াতে হয় অঙ্গনাকে। বললেন, ‘‘বুঝতেই পারছি, এই বছরটা শারীরিক অসুস্থতার মধ্যে দিয়েই কাটল। আশা করি, আগামী বছরটা একটু ভাল কাটবে।’’ অভিনেত্রী আগামী কাল হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন।

Advertisement
আরও পড়ুন