Sidharth Shukla

Sidharth Shukla: সিদ্ধার্থকে নিয়ে আমার পোস্ট ভুল বার্তা দিচ্ছে মানুষদের, বললেন কর্ণ কুন্দ্রা

মৃত্যুর আগের রাতে সিদ্ধার্থের সঙ্গে কর্ণের দেখা বা কথা হয়নি। বন্ধুদের আড্ডায় তাঁর উল্লেখ করেছিলেন মাত্র।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৮
কর্ণ বলছেন, সিদ্ধার্থের প্রসঙ্গে তিনি কিছু বন্ধুর সঙ্গে আলোচনা করেছিলেন।

কর্ণ বলছেন, সিদ্ধার্থের প্রসঙ্গে তিনি কিছু বন্ধুর সঙ্গে আলোচনা করেছিলেন।

আপনি একদিন রাতে আপনার ঘনিষ্ঠ কোনও বন্ধুকে নিয়ে আলোচনা করলেন, প্রশংসা করলেন তাঁর জীবনসংগ্রামের। পরের দিন সকাল‌ে উঠেই জানতে পারলেন, সেই বন্ধু আর নেই। এমনও কি হয় বাস্তবে? অথচ এমনটাই ঘটেছে অভিনেতা কর্ণ কুন্দ্রার সঙ্গে। যে বন্ধুকে নিয়ে আলোচনা করেছিলেন তিনি আর কেউ নন— স্বয়ং সিদ্ধার্থ শুক্ল। বৃহস্পতিবার সকালে যাঁর আকস্মিক প্রয়াণের খবরে শুধু কর্ণই নন; বিস্মিত, স্তব্ধ গোটা দেশ। এই মর্মেই ছিল ইনস্টাগ্রামে কর্ণের দীর্ঘ বার্তা। প্রবল জলঘোলা হওয়ায় সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘ঠিক আগের রাতেই আমরা কথা বলছিলাম, তুমি কতটা লড়াই করছ...’। তার পরে গুঞ্জন ওঠে, মৃত্যুর আগের রাতে সিদ্ধার্থের সঙ্গেই কথা হয় কর্ণের। কিন্তু কর্ণ বলছেন, বিষয়টি নিয়ে তিনি নিজের কিছু বন্ধুর সঙ্গে আলোচনা করেছিলেন।

এই গোটা ভুল বোঝাবুঝির পর্ব ব্যাখ্যা করতে গিয়ে একটি সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন যে, ‘‘শুক্লর মৃত্যুর ঠিক এক দিন আগে আমি আমার কিছু বন্ধুর সঙ্গে বসেছিলাম, এবং আমরা আমাদের কাজকর্ম, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলছিলাম।’’ তিনি এও জানান যে, সেই মুহূর্তেই ‘বিগ বস’-এর প্রসঙ্গ উঠে আসায় সিদ্ধার্থের ব্যাপারে আলোচনা হয়। তাঁর কথায়, ‘‘আমরা সকলেই এ ব্যাপারে একমত ছিলাম যে ও ভবিষ্যত অনেক দূর যাবে। এবং ঠিক পরের দিন সকালে যখন জানতে পারি এ রকম কিছু ঘটেছে, বিরাট আঘাত পাই। আমার পোস্টে আমি এটাই লিখেছিলাম। অনেক মানুষ ভেবেছেন যে, আমি ওর সঙ্গেই কথা বলেছি, কিন্তু আমি ওর প্রসঙ্গে কথা বলেছিলাম আমার বন্ধুদের সঙ্গে।’’

Advertisement

অবশ্য এই বুঝতে ভুল হওয়া প্রসঙ্গে তিনি মানুষদের দোষ দিতে নারাজ। ৩৬ বছর বয়সি এই অভিনেতা বলছেন, ‘‘আপনি সেটাই পড়েন, যা আপনি পড়তে চান। অধিকাংশ মানুষ, যাঁরা ওকে ভালবাসতেন, তাঁরা হয়তো আমার পোস্ট থেকে আশ্বস্ত হতে চেয়েছেন। আমার কারওর বিরুদ্ধে কিছু বলার নেই। কিন্তু আমি এমন পরিস্থিতিতেও পড়তে চাই না, যেখানে মানুষ ভাববেন যে এ রকম কিছু ঘটেছে। এটা ঠিক নয়।’’

কাজের সুবাদের কর্ণ ও সিদ্ধার্থের বন্ধুত্ব বহুদিনের। সিদ্ধার্থর মৃত্যুসংবাদে সবার মতো তিনিও শোকস্তব্ধ। এই খবর বিশ্বাস করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাঁকে। নিজের বন্ধুর চওড়া হাসিটি কোনও দিন ভুলবেন না তিনি, বন্ধুকে মনেও রাখতে চান সেই ভাবেই। তাঁর কথায় ‘‘আমি যদি ওকে মনে রাখি, ওর হাসিমুখটাই মনে রাখব।’’

Advertisement
আরও পড়ুন