এআর রহমানকে নিয়ে সোনু নিগমের মন্তব্য। ছবি: সংগৃহীত।
এআর রহমানের সুরে একাধিক গান গেয়েছেন সোনু নিগম। দু’জনেই সঙ্গীত জগতের গুরুত্বপূর্ণ নাম। তাই তাঁরা জোট বাঁধলে, সেই গানের মূর্ছনায় ভেসেছেন শ্রোতারা। কিন্তু বাস্তবে দুই শিল্পীর মধ্যে বন্ধুত্বটুকুও নাকি নেই! কাজ ছাড়া কোনও ঘনিষ্ঠতাই নাকি নেই দু'জনের মধ্যে।
দু’জনেই কাজের ক্ষেত্রে যথেষ্ট পেশাদার। কিন্তু এআর রহমানের আচরণ নাকি একেবারেই বন্ধুত্বপূর্ণ নয়। মানুষের সঙ্গে খুব একটা মিশতে চান না তিনি। যে কারণে কাজের বাইরে ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয়নি তাঁর। নিজের জীবন ব্যক্তিগতই রাখতে পছন্দ করেন তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি সোনুর।
সোনু বলেছেন, “নিজের পুরনো বন্ধুদের সামনেই শুধু খোলামেলা কথা বলেন এআর রহমান। এআর রহমানের নাম যখন দিলীপ ছিল, সেই সময়ের বন্ধু এঁরা। আমি কখনওই রহমানকে দেখিনি কারও সঙ্গে খুব খোলাখুলি কথা বলতে। একেবারেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয় তাঁদের। কাজ নিয়েই কথা বলেন তিনি। কাজেই ডুবে থাকেন।”
বিদেশে একসঙ্গে অনুষ্ঠানও করতে গিয়েছেন সোনু ও রহমান। একজোট হলে অনেকেই পরচর্চায় মেতে থাকেন। কিন্তু রহমান নাকি এই সব বিষয়ে বিন্দুমাত্র মাথা ঘামান না। অন্যেরা কী করছেন, তা জানার ব্যাপারে কোনও আগ্রহই নেই রহমানের। ঠিক তেমনই তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কেও কাউকে কিছু জানান দিতে চান না তিনি। সোনুর কথায়, ‘‘এক অদ্ভুত ব্যক্তিত্ব।’’
অবশ্য সুরকারের প্রশংসাও করেছেন সোনু। তাঁর কথায়, “তিনি নিজের কাজ করেন আর প্রার্থনা করেন। কারও সঙ্গে খারাপ আচরণ করেন না। কারও মনে আঘাত দিয়ে কথা বলেন না। এই ধরনের বিষয় থেকে তিনি অনেক দূরে থাকেন। পরিবারের সঙ্গে হয়তো তিনি খুবই ঘনিষ্ঠ। কিন্তু অন্য কারও সঙ্গে ওঁকে কখনও বন্ধুর মতো কথা বলতে দেখিনি। কারও সঙ্গেই ওঁর ঘনিষ্ঠতা নেই। অবশ্য এটাই স্বাভাবিক।”