Kangana Ranaut on Salman Khan

‘সলমন খুব ভাল বন্ধু’, এ বার কি ভাইজানের সঙ্গে জুটি বাঁধবেন কঙ্গনা?

বহু ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করার সুযোগ এসেছে কঙ্গনার কাছে। কিন্তু শেষ পর্যন্ত দু’জনকে এক পর্দায় দেখা যায়নি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৯:৪৬
Kangana Ranaut said that Salman Khan is her very good friend

এক পর্দায় সলমন-কঙ্গনা? ছবি: সংগৃহীত।

বলিউডে তিনি নাকি ‘কুইন’। কিন্তু তিন খান অর্থাৎ শাহরুখ, সলমন ও আমিরের সঙ্গে অভিনয় করেননি কঙ্গনা রানাউত। একাধিক বার সুযোগ এলেও ফিরিয়ে দিয়েছেন তিনি। এঁদের মধ্যে সলমন খানের সঙ্গে খুবই ভাল বন্ধুত্ব কঙ্গনার। কিন্তু তাঁর সঙ্গেও কোনও ছবিতে জুটি বাঁধেননি তিনি। তার কারণ নিজেই সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী।

Advertisement

বহু ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করার প্রস্তাব এসেছে কঙ্গনার কাছে। কিন্তু শেষ পর্যন্ত দু’জনকে এক পর্দায় দেখা যায়নি। ভবিষ্যতে কি ‘ভাল বন্ধু’ সলমনের সঙ্গে এক ছবিতে কঙ্গনাকে দেখা যাবে? অভিনেত্রী বলেন, “সলমন আমার ভাল বন্ধু। একসঙ্গে কাজ করার বহু সুযোগ আমরা পেয়েছি। কিন্তু কোনও ভাবেই একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি।”

এর আগে এক সাক্ষাৎকারে সলমন সম্পর্কে কঙ্গনা বলেছিলেন, “সলমনজির অসংখ্য অনুরাগী রয়েছেন। মানুষ ওঁকে কত ভালবাসে। আমি মনে করি, দেশে ওঁর অনুরাগীই সবচেয়ে বেশি। যাঁরা ওঁকে ভালবাসেন, মন দিয়ে ভালবাসেন। যাঁরা অপছন্দ করেন, তাঁদের ওঁকে কখনওই ভাল লাগবে না। ওঁকে যাঁরা প্রতিযোগী মনে করেন, সলমন তাঁদের কাছে কাঁটা হবেনই।”

কিছু দিন আগেই কঙ্গনা জানিয়েছেন তিন খানের সঙ্গেই তাঁর সুসম্পর্ক। ভবিষ্যতে শাহরুখ, সলমন ও আমিরের ছবির পরিচালক হতেও তিনি ইচ্ছুক বলে জানান। কঙ্গনা বলেছেন, “আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি বলিউডের তিন খানকে কোনও ছবিতে পরিচালনা করতে চাই কি না! কেন করব না? ভাল চিত্রনাট্য থাকলে অবশ্যই করব। আমি মনে করি, ওঁদের মধ্যে সত্যিই যোগ্যতা রয়েছে। কিন্তু একই ধরনের চরিত্রে অভিনয় করে চলেছেন ওঁরা। তাই ওঁদের সঙ্গে কাজ করতে পারলে ভালই লাগবে।”

Advertisement
আরও পড়ুন