Kangana Ranaut

৪৫০ কিমি পথ, খাওয়ার ঠিক নেই, ভোটে লড়া যে কী কঠিন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন কঙ্গনা!

রাজনীতির ময়দানে কঙ্গনা নবাগতা। ১ জুন আসার আগেই ফিল্মি দুনিয়ার মাহাত্ম্য বুঝলেন অভিনেত্রী!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৯:৫২
Kangana Ranaut Finds Politics more challenging than film acting

কঙ্গনা রানাউত। ছবি: পিটিআই।

১ জুন কঙ্গনা রানাউতের লোকসভা কেন্দ্রে ভোট। প্রথম বার ভোটের ময়দানে পা দিয়েছেন কঙ্গনা। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তিনি। তাঁর নাম ঘোষণার পর থেকেই গত দেড় মাস প্রায় চষে বেড়িয়েছেন হিমাচল প্রদেশের বিভিন্ন জেলা। প্রায় ৪৫০ কিলোমিটার পথ পেরিয়েছেন। ভোটে দাঁড়ানো যে খুব সহজ ব্যাপার নয়, সে কথা নিজেই স্বীকার করে নিলেন তিনি। বললেন, ‘‘ভোটের থেকে সিনেমা অনেক সহজ কাজ।’’

Advertisement

প্রায়শই বলি তারকাদের শাপ-শাপান্ত করেন, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি কতটা খারাপ, তা নিয়ে সরব হন। কিন্তু, এ বার যেন ভোলবদল হল কঙ্গনার। হাড়ে হাড়ে টের পাচ্ছেন সিনে দুনিয়ার মাহাত্ম্য। কঙ্গনা লেখেন, ‘‘সিনেমা বানানো এই সংগ্রামের কাছে নেহাত বালখিল্য কাজ।’’

কঙ্গনা নিজের ইনস্টাস্টোরিতে প্রচারের ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘‘প্রায় ৬টা জনসভা। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক। অত্যন্ত খারাপ গ্রামীণ পাহাড়ি রাস্তা। এক দিনে ৪৫০ কিমি পথ হাঁটা, এমনকি রাতেও চলেছে সেই যাত্রা। না ঠিকমতো খাবার আছে, না জলখাবারের সময়। রাস্তা দিয়ে যেতে যেতে গাড়িতে বসে ভাবছি, সিনেমা বানানো নিয়ে ফিল্মি লড়াই এই যুদ্ধের কাছে খানিকটা রসিকতার মতো।’’

রাজনীতিতে নবাগতা তিনি। তবে, প্রচারে নাকি ভালই সাড়া পাচ্ছেন। নিজের জয়ের বিষয়ে নিশ্চিত কঙ্গনা। জিতলে অভিনয় ছেড়ে রাজনীতিতেই মনোনিবেশ করবেন, এমন মন্তব্যও করেছেন। এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘‘ভোটে জিতলে, আমি ধীরে ধীরে বলিউড ছেড়ে দেব।”

Advertisement
আরও পড়ুন