Mumbai Durga Puja 2024

দুর্গামণ্ডপে অজয়, স্বামী আসতেই কেন একের পর এক চিমটি কাটতে শুরু করলেন কাজল?

বার কয়েক পাঞ্জাবিতে টান মেরে বোঝানোর চেষ্টা করেন। চিমটি কাটতেই হাসি ফিরল কাজলের মুখে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৬:৩০
kajol Pinching Ajay Devgn While Posing for Perfect Family Picture At Durga Puja

সপরিবার কাজল। ছবি: সংগৃহীত।

মহাষ্টমীর দিন সকাল সকালই মুখোপাধ্যায়দের পুজোয় পৌঁছে যান কাজল। বেগনি ও গোলাপি রঙে র শাড়ি পরেছিলেন অভিনেত্রী। চুলে ফ্রেঞ্চ নট, পাশে গোঁজা বাহারি ফুল। মণ্ডপে পৌঁছে প্রতি দিনের মতো নানা কাজের মধ্যে দেখা গেল কাজলকে। বেশ খানিক ক্ষণ পর মণ্ডপে হাজির হন অজয় দেবগন। সঙ্গে ছেল যুগও ছিল। যদিও মেয়ে নিসা অনুপস্থিত। স্বামীকে দেখামাত্রই পাঞ্জাবি ধরে টেনে বার বার চিমটি কাটতে শুরু করেন কাজল। সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিয়ো।

Advertisement

উত্তর মুম্বই সর্বজনীন দুর্গাপুজোই ‘মুখোপাধ্যায়দের পুজো’ হয়ে গিয়েছে। এই পুজোয় ষষ্ঠীর দিন ভিড় জমাতে শুরু করেন সাধারণ দর্শনার্থী থেকে তারকারা। সপ্তমীদের দিন ছেলে যুগকে নিয়ে প্রায় সারা দিন পুজোমণ্ডপে বিভিন্ন মুডে দেখা গিয়েছে কাজলকে। বার কয়েক টাল সামালাতে না পেরে পড়েও গিয়েছেন। কখনও আগত অতিথিদের সঙ্গে খোশগল্পে মেতেছেন। স্বামী অজয় পুজোমণ্ডপে আসা মাত্রই আলোকচিত্রীরা কাজল-অজয় ও যুগকে ক্যামেরাবন্দি করার জন্য বার বার অনুরোধ করতে থাকেন। সপরিবার পোজ় দেন তাঁরা। তবে অজয়ের পোজ় সম্ভবত কাজলের পছন্দ হয়নি। বার কয়েক পঞ্জাবিতে টান দিয়ে বোঝানোর চেষ্টা করেন। তার পর চিমটি কাটতেই কাজলের কাঁধে হাত রাখেন অজয়। মনের মতো ছবি উঠতেই খুশি কাজল। বাবা-মায়ের সঙ্গে তাল মেলাতে দেখা গেল যুগকে। বাবার সঙ্গে বেরিয়ে যায় সে। বেরোনোর আগে মায়ের গালে তার আদরের চুম্বন মন জিতে নিয়েছে নেটাগরিকদের। যুগের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়ার একাংশ।

Advertisement
আরও পড়ুন