Jisshu Sengupta

Rahul Majumdar: ‘তোমায় আমায় মিলে'-এর সিক্যুয়েল নয়, যীশু-নীলাঞ্জনার প্রযোজনায় মুখ্য চরিত্রে রাহুল

নতুন ধারাবাহিক নিয়ে ফিরছে যীশু-নীলাঞ্জনার প্রযোজনা সংস্থা। মুখ্য চরিত্রে রাহুল মজুমদার।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১৮:১৫
নতুন ঘরানার ধারাবাহিক নিয়ে আসছেন যীশু-নীলাঞ্জনা

নতুন ঘরানার ধারাবাহিক নিয়ে আসছেন যীশু-নীলাঞ্জনা

আবারও ছোটপর্দায় ফিরছেন যীশু-নীলাাঞ্জনা। শোনা যাচ্ছিল আসছে ‘তোমায় আমায় মিলে ২’। তবে সূত্রের খবর আসছে না ‘তোমায় আমায় মিলে ২’। সম্পূর্ণ এক অন্য ঘরানার গল্প বলবে এই ধারাবাহিক। প্রতিদিনের শাশুড়ি, বৌমার কোন্দল আর নয়। মন ভাল করা গল্প নিয়ে আসছে এই নতুন ধারাবাহিক। মুখ্য চরিত্রে রাহুল মজুমদার। নায়িকার ভূমিকায় সম্পূর্ণ নতুন মুখ।

ইতিমধ্যেই হয়ে গিয়েছে ধারাবাহিকের প্রোমো শ্যুট। এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় রাহুলের সঙ্গে। অভিনেতা কিছু বলতেই নারাজ। তিনি বলেন, “এখন এই বিষয়ে কোনও কথাই বলতে পারব না।”

Advertisement

বেশ কয়েক মাস হল শেষ হয়েছে ‘খুকুমণি হোমডেলিভারি’। কিছু দিন আগে পর্যন্ত খুকুমণি আর বিহানের প্রেমের গল্পে মজে ছিলেন দর্শক। ইতিমধ্যে ‘খুকুমণি’ ওরফে দীপান্বিতা রক্ষিতকে দর্শক দেখছেন ‘ডান্স ডান্স জুনিয়র’-এ। আর কিছু দিনের মধ্যেই নতুন অবতারে ফিরছেন রাহুল।

Advertisement
আরও পড়ুন