Actor

Saibal Bhattacharya: মাথা থেকে পেট ভাসছে রক্তে, আত্মহত্যার চেষ্টার সময় ভিডিয়ো করে কী বললেন অভিনেতা?

টলিপাড়ায় আবারও আত্মহত্যার চেষ্টা। পুলিশ সূত্রে খবর, পেশাদার জীবনের হতাশাই থাকতে পারে এই ঘটনার নেপথ্যে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১১:৫৯
আত্মহননের চেষ্টা অভিনেতার

আত্মহননের চেষ্টা অভিনেতার

পল্লবী, বিদিশা, মঞ্জুষার পর এবার শৈবাল ভট্টাচার্য। আবারও আত্মহত্যা করার চেষ্টা টলিপাড়ার আর এক অভিনেতার। পেশাগত জীবনের হতাশাই এই ঘটনার নেপথ্যে, এমনটাই মনে করা হচ্ছে । একটা সময় চুটিয়ে অভিনয় করেছেন বহু ধারাবাহিকে। কিন্তু ইদানীং আর তেমন ভাবে কাজ পাচ্ছিলেন না। ধীরে ধীরে হতাশা গ্রাস করছিল। আর তার জেরেই এই পরিণতি। সোমবার রাতে ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন শৈবাল। মাথায় এবং পায়ে আঘাত করেন। মদ্যপ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিত্তরঞ্জন হাসপাতালে আপাতত চিকিৎসাধীন অভিনেতা।

ঘটনাচক্রে মঙ্গলবার সকালেই নেটমাধ্যমে প্রকাশ্যে এসেছে শৈবালের এক ভিডিয়ো। যেখানে তিনি বলছেন, “আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হলাম।’’ ওই ভিডিয়োতে রক্তাক্ত অবস্থায় দেখা যায় অভিনেতাকে। কথাও প্রায় জড়ানো। কথা শেষও করতে পারলেন না। বললেন, “এর জন্য আমার স্ত্রী, শাশুড়ি এবং...”। ভিডিয়ো শেষ হয়ে গেল।

Advertisement
Advertisement
আরও পড়ুন