varun dhawan

নিজের ‘ভয়ঙ্কর’ পৃথিবীতে বরুণকে স্বাগত জানালেন জাহ্নবী

অমর কৌশিক পরিচালিত বরুণের নতুন ‘হরর ড্রামা’ ‘ভেড়িয়া’র টিজার ইনস্টাগ্রামে দিয়ে জাহ্নবী লিখেছেন, ‘রুহির ভয়ঙ্কর দুনিয়ায় ভেড়িয়াকে স্বাগত’।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ২০:৪১
জাহ্নবী এবং বরুণ।

জাহ্নবী এবং বরুণ।

বরুণ ধবনকে নিজের দুনিয়ায় স্বাগত জানালেন জাহ্নবী কপূর। কারণ এ বার বরুণও নাম লেখালেন জাহ্নবীর দলে।
আজ্ঞে হ্যাঁ। শ্রীদেবী-কন্যার মতো এ বার ডেভিড-পুত্রকেও দেখা যাবে ভূতের ছবিতে।

অমর কৌশিক পরিচালিত বরুণের নতুন ‘হরর ড্রামা’ ‘ভেড়িয়া’র টিজার ইনস্টাগ্রামে দিয়ে জাহ্নবী লিখেছেন, ‘রুহির ভয়ঙ্কর দুনিয়ায় ভেড়িয়াকে স্বাগত’। পাশাপাশি জানিয়ে দিয়েছেন, চলতি বছরের ১৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

‘রুহি’র ট্রেলর মুক্তির পর থেকেই শিরোনামে উঠে এসেছেন জাহ্নবী। তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যাবে রাজকুমার রাও এবং বরুণ শর্মাকে। তবে এই প্রথম নয়, ২০১৯ সালে জোয়া আখতারের ‘ঘোস্ট স্টোরিজ’-এও অভিনয় করেছিলেন তিনি। জাহ্নবীর পাশাপাশি ‘স্ত্রী’ শ্রদ্ধা কপূরও একই ভাবে স্বাগত জানিয়েছেন বরুণকে। লিখেছেন, ‘স্ত্রী নিজের ভয়ঙ্কর দুনিয়াতে ভেড়িয়াকে স্বাগত জানাচ্ছে’।

Advertisement

এই ছবিতে বরুণের সঙ্গে দেখা যাবে কৃতী স্যাননকে। ২০১৫ সালে রোহিত শেট্টি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।

Advertisement
আরও পড়ুন