Janhvi Kapoor

Janhvi Kapoor: প্রথম দু’দিন খুব অসুবিধা হয়েছিল, করোনা আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা জানালেন জাহ্নবী

৩ জানুয়ারি করোনা আক্রান্ত হয়েছিলেন খুশি এবং জাহ্নবী। বিএমসি-র নির্দেশ অনুযায়ী কয়েক দিন নিভৃতবাসে ছিলেন তাঁরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৬:৩৯
করোনা আক্রান্ত হয়েছিলেন জাহ্নবী।

করোনা আক্রান্ত হয়েছিলেন জাহ্নবী।

শুধু রিয়া কপূর নন, করোনা আক্রান্ত হয়েছিলেন জাহ্নবী কপূরও। মঙ্গলবার একটি বিবৃতি জারি করে নিজেই সে কথা জানিয়েছেন পর্দার গুঞ্জন শর্মা।

৩ জানুয়ারি করোনা আক্রান্ত হয়েছিলেন খুশি এবং জাহ্নবী। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি)-র নির্দেশ অনুযায়ী কয়েক দিন নিভৃতবাসে ছিলেন তাঁরা। তবে আপাতত তাঁরা দু’জনেই সুস্থ। তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। জাহ্নবী লিখেছেন, ‘প্রথম দু’দিন খুব অসুবিধা হয়েছে। যত দিন যাচ্ছিল, সুস্থ হতে শুরু করলাম। এই ভাইরাস থেকে নিজেকে বাঁচাতে মাস্ক পরুন এবং টিকা নিন। সবাই সাবধানে থাকবেন।’

Advertisement
জাহ্নবীর ইনস্টাগ্রাম স্টোরি।

জাহ্নবীর ইনস্টাগ্রাম স্টোরি।

বাড়িতে ছবি এঁকে, পোষ্যকে নিয়ে ব্যস্ত ছিলেন শ্রীদেবী এবং বনি কপূরের জ্যেষ্ঠ কন্যা। সময় কাটিয়েছেন বোন খুশির সঙ্গেও। খুশির সঙ্গে শুয়ে শুয়ে আড্ডার ছবিও ইনস্টাগ্রামে দিয়েছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন