Afghanistan Cricket Team

আফগানিস্তানকে বয়কট করুক ক্রিকেটবিশ্ব, দাবি আমেরিকার প্রাক্তন টেনিস তারকা নাভ্রাতিলোভার

আফগানিস্তান ক্রিকেট দলকে বয়কট করার ডাক দিয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা। আমেরিকার এই টেনিস তারকার দাবি, তালিবান শাসনে থাকা আফগানিস্তানের সঙ্গে কারও খেলা উচিত নয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৫:৪৮
cricket

(বাঁ দিকে) রশিদ খান ও মার্টিনা নাভ্রাতিলোভা (ডান দিকে)। —ফাইল চিত্র।

আফগানিস্তানে তালিবান শাসনের পর তাদের সঙ্গে সিরিজ় খেলতে অস্বীকার করেছিল অস্ট্রেলিয়া। এ বার আফগানিস্তান ক্রিকেট দলকে বয়কট করার ডাক দিয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা। আমেরিকার এই টেনিস তারকার দাবি, তালিবান শাসনে থাকা আফগানিস্তানের সঙ্গে কারও খেলা উচিত নয়।

Advertisement

নাভ্রাতিলোভার মতে, তালিবান শাসনে আফগানিস্তানের মহিলাদের অবস্থা খুব খারাপ। তাঁদের স্বাধীনতা খর্ব করা হয়েছে। মৌলিক অধিকার নেই তাঁদের। এই দায় নিতে হবে সমগ্র আফগানিস্তানকে। তিনি সমাজমাধ্যমে লেখেন, “তালিবানেরা শয়তান। এটাই সত্যি। আমি বার বার এই কথা বলব। ওদের ক্রিকেট দলকে বয়কট করো।”

তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর মহিলাদের প্রকাশ্যে বার হওয়া বন্ধ। মেয়েদের স্কুল, কলেজে যাওয়াও বন্ধ। কোনও রকম নিয়ম ভাঙলে শাস্তি দেওয়া হয়। তালিবান শাসনে আফগানিস্তানের মহিলা ক্রিকেট দলও বন্ধ হয়ে গিয়েছে। মহিলা ক্রিকেটারেরা অস্ট্রেলিয়া-সহ কয়েকটি দেশে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে রশিদ খানদের সঙ্গে কারও খেলা উচিত নয় বলেই মনে করেন সব মিলিয়ে ৫৯টি গ্র্যান্ড স্ল্যাম জেতা নাভ্রাতিলোভা।

আফগানিস্তানের পুরুষ ক্রিকেটারেরাও বেশি দিন দেশে থাকেন না। সে দেশে ক্রিকেট খেলা হয় না। রশিদ খানদের হোম গ্রাউন্ড ভারত। কখনও ধর্মশালা, কখনও আবার নয়ডার মাঠে খেলেন তাঁরা। দেশের হয়ে ম্যাচ না থাকলে বিশ্বের প্রায় সব দেশে লিগ ক্রিকেট খেলে বেড়ান আফগান ক্রিকেটারেরা। আইপিএলেও অনেকে খেলেন। এখন জ়িম্বাবোয়েতে টেস্ট খেলছেন রশিদেরা। ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে আফগানিস্তান।

Advertisement
আরও পড়ুন