Bibriti Chatterjee

Bibriti Chatterjee: দেবলীনাদির পোস্ট থেকেই আমার মধ্যে নেতিবাচকতা তৈরি হচ্ছে, তাই ব্লক করেছি: বিবৃতি

দেবলীনার প্রতি এখনও শ্রদ্ধা রয়েছে বিবৃতির। কিন্তু কথায় বুঝিয়ে দিলেন, তা কেবল দেবলীনার পেশাদার জীবনের প্রেক্ষিতে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৫:১৮
দেবলীনা-বিবৃতি কথায় কথায় একে অপরকে টক্কর দিচ্ছেন।

দেবলীনা-বিবৃতি কথায় কথায় একে অপরকে টক্কর দিচ্ছেন।

বিবাহ, বিচ্ছেদ, নতুন প্রেম। এই আবর্তে গত কয়েক মাস ধরে আবর্তিত হচ্ছেন টলিপাড়ার তিন তারকা। দেবলীনা দত্ত, তথাগত মুখোপাধ্যায় এবং বিবৃতি চট্টোপাধ্যায়। গত এক মাস ধরে তাঁদের সঙ্গে নতুন এক নামের সংযোজন হয়েছে, সৌম্য বন্দ্যোপাধ্যায়। টলিপাড়ার আনাচে কানাচে শোনা যাচ্ছে, দেবলীনার সঙ্গে আট বছরের সম্পর্কে ইতি টেনে তথাগত বিবৃতির সঙ্গে নতুন সংসার পেতেছেন। অন্য দিকে দেবলীনা নাকি অভিনেতা এবং কফি শপের প্রাক্তন মালিক সৌম্যর সঙ্গে বিশেষ সম্পর্কে জড়িয়েছেন। এক দিকে তথাগত-বিবৃতি কেউই নিজেদের গুজবে সিলমোহর দেননি। উল্টো দিকে দেবলীনা তাঁর এবং সৌম্যর সম্পর্ককে বন্ধুত্বের তকমা দিয়েছেন।

সম্প্রতি দেবলীনা দত্তের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি নিয়ে আনন্দবাজার অনলাইনের কাছে মুখ খুললেন বিবৃতি। দেবলীনা আনন্দবাজার অনলাইনকে আগেই জানিয়েছিলেন, বিবৃতি তাঁকে ফোনে ব্লক করে দিয়েছেন। কিন্তু সে বিষয়ে বিশদে কিছু বলতে রাজি ছিলেন না বিবৃতি। সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে তিনি এর কারণ বললেন, ‘‘আমি তো আর শিশু নই। বুঝতে পারি দেবলীনাদি কাকে ইঙ্গিত করে নানা রকমের পোস্ট দিচ্ছেন। সবই স্পষ্ট। আর এই ধরনের কিছু পোস্ট থেকেই আমার মধ্যে নেতিবাচকতা ভিড় করছে। কেন দেখব সে সব? তাই ওঁকে ব্লক করেছি।’’
দেবলীনার প্রতি এখনও শ্রদ্ধা রয়েছে বিবৃতির। কিন্তু কথায় বুঝিয়ে দিলেন, তা কেবল দেবলীনার পেশাদার জীবনের প্রেক্ষিতে। দেবলীনার প্রসঙ্গে বিবৃতির বিবৃতি, ‘‘আমি ওঁকে শ্রদ্ধা করি। ওঁর মাকেও খুব ভালবাসি। তাঁর শরীর ভাল না। তাই চাই না, অকারণ কথায় কথা বা়ড়ুক। ওঁর মায়ের শরীরে কোনও প্রভাব পড়ুক, এটা কখনও চাইব না। তাই চুপ ছিলাম, আছি, থাকব।’’

Advertisement
বিবৃতির সঙ্গে তথাগতর সম্পর্কের গুঞ্জন।

বিবৃতির সঙ্গে তথাগতর সম্পর্কের গুঞ্জন।

সম্পর্ক নষ্ট হওয়ার কারণ কী? বিবৃতি জানালেন, গত অক্টোবর মাস থেকেই সম্পর্কের অবনতি হচ্ছে। কিন্তু বিবৃতির কাছে তার কারণ স্পষ্ট নয়। এমনকি ঠান্ডা লড়াইয়ের পরে গত ডিসেম্বর মাসে একটি কফি শপে দেবলীনার সঙ্গে তাঁর দেখা হয়েছিল। বিবৃতি বললেন, ‘‘দেবলীনাদি আর সৌম্যদা সেখানে বসেছিলেন। সে দিনও আমি হাসিমুখে কথা বলেছি।’’

তথাগতর সঙ্গে বিবৃতি কি সম্পর্কে রয়েছেন? এখনও সেই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি নন অভিনেত্রী। তাঁর কথায়, ‘‘আমি স্বীকারও করছি না। অস্বীকারও করছি না।’’ কিন্তু পরে কোনও দিনও স্বীকার করবেন কি? এই প্রশ্নে বিবৃতির বক্তব্য, ‘‘যে দিন আমার মনে হবে, কেবল আমার কাজের জন্য যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করতে পারছি না। সে দিন আমার ব্যক্তিগত জীবনের সাহায্য নেব। নয়তো, নিজের ব্যক্তিগত জীবনকে মানুষের সামনে মেলে ধরার ইচ্ছে আমার নেই। দৃষ্টি আকর্ষণ করার জন্য আমার কর্মজীবনই যথেষ্ট।’’ কাউকে ইঙ্গিত করলেন বিবৃতি?

দেবলীনা দত্তের সঙ্গে সৌম্য বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রেমের গুঞ্জন।

দেবলীনা দত্তের সঙ্গে সৌম্য বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রেমের গুঞ্জন।

দেবলীনার নতুন ‘বন্ধু’ সৌম্যর সঙ্গে তাঁর সম্পর্কের প্রেক্ষিতে বিবৃতি বললেন, ‘‘সেটা ওদের ব্যক্তিগত বিষয়। যে দিন ওঁরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সে দিন প্রকাশ্যে মুখ খুলবেন।’’ দিন কয়েক আগে দেবলীনা তাঁর প্রাক্তন স্বামী তথাগত এবং বিবৃতি সম্পর্কে ঠিক এমনই একটি বাক্য উচ্চারণ করেছিলেন। বলেছিলেন, ‘‘সেটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত ব্যাপার। যে দিন ওরা স্বাছন্দ্য বোধ করবে, সে দিন নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলবে।’’

কথায় কথায় একে অপরকে টক্কর দিচ্ছেন বিবৃতি-দেবলীনা।

Advertisement
আরও পড়ুন