Irrfan Khan

ভারত-পাক সীমান্তে শখ পূরণ করতে চেয়েছিলেন, ইরফানের সুপ্ত বাসনার কথা জানালেন সহ-অভিনেতা

২০২০ সালের এপ্রিল মাসে মাত্র ৫৩ বছর বয়সে ক্যানসার আক্রান্ত হয়ে প্রয়াত হন ইরফান। প্রয়াত অভিনেতার অভাব এখনও অনুভূত হয় বলিউডে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ২০:০৭
image of Irrfan Khan

ইরফান খান। ছবি: সংগৃহীত।

ইরফান খানের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলেন অভিনেতা শশাঙ্ক আরোরা। সেই ছবির নাম ‘দ্য সং অফ স্করপিয়নস’। সম্প্রতি, ইরফানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আজানা তথ্য প্রকাশ করেছেন ‘তিতলি’ খ্যাত অভিনেতা শশাঙ্ক।

Advertisement

ছবিটি ইরফানের প্রয়াণের পর মুক্তি পায়। এই ছবির সিংহভাগ শুটিং হয় জয়সলমেরে। শশাঙ্ক জানিয়েছেন, ছবির শুটিংয়ের সময়ে ইরফান বেশ অসুস্থ। পরিচালকের কথায়, ‘‘খুবই ভাল অথচ ভয়ঙ্কর স্মৃতি।’’

ছবির শুটিং তখন চলছিল রাজস্থান এবং পাকিস্তানের সীমান্তে। সেই সময়ের এক স্মৃতি সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন শশাঙ্ক। তিনি বলেন, ‘‘ইরফান একদিন হঠাৎ আমাকে বললেন, ‘চলো, একটা বাইক নিয়ে সীমান্তে যাই এবং ওখানে ঘুড়ি ওড়াই’।’’ শুনে চমকে গিয়েছিলেন শশাঙ্ক। তার পর ইরফান নাকি বলেছিলেন, ‘‘আমি ঘুড়ি উড়িয়ে দেখতে চাই, কোন পক্ষ আগে গুলি চালায়।’’ শশাঙ্ক জানান, ইরফানের প্রস্তাব শুনেই ছবির প্রযোজক ভয় পেয়ে যান। তিনি বহু অনুরোধ করে সে যাত্রায় ইরফানকে আটকে ছিলেন।

২০২০ সালের এপ্রিল মাসে মাত্র ৫৩ বছর বয়সে ক্যানসার আক্রান্ত হয়ে প্রয়াত হন ইরফান। তাঁরই অনুপ্রেরণায়,তাঁর অবর্তমানে অভিনয়ের পেশায় এসেছেন পুত্র বাবিল।

Advertisement
আরও পড়ুন