Madhumita Sarcar

Indrani Haldar: নতুন বছরে বড় পর্দায় বড় করে ফিরছেন ইন্দ্রাণী, ঝুলিতে ‘কুলের আচার’, ‘ছুটকি’

‘কুলের আচার’-এর শ্যুট শেষ হলেই ইন্দ্রাণী শুরু করবেন মৈনাক ভৌমিকের ‘ছুটকি’র কাজ

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১ ১৯:১৩
পরপর ছবি ইন্দ্রাণীর ঝুলিতে।

পরপর ছবি ইন্দ্রাণীর ঝুলিতে।

ইন্দ্রাণী হালদার পুরীতে। তাঁর আরাধ্য দেবতা জগন্নাথের টানে। টানা আড়াই বছর ধরে চলা ধারাবাহিক ‘শ্রীময়ী’ শেষ। ইন্দ্রাণীও তাই ছুটির মেজাজে। এ দিকে টলিউডে গুঞ্জন, নতুন বছরে বড় পর্দায় বড় করেই ফিরতে চলেছেন ছোট পর্দার ‘শ্রীময়ী’। ২৪ ডিসেম্বর এসভিএফ প্রযোজনা সংস্থা ঘোষণা করেছে তাদের আগামী ছবি ‘কুলের আচার’-এর কথা। তাতে দাপুটে শাশুড়ি-র চরিত্রে দেখা যাবে ইন্দ্রাণীকে। ছবির শ্যুট শুরু হবে ফেব্রুয়ারি অর্থাৎ কুলের মরসুমেই। এই ছবির শ্যুট শেষ হলেই নাকি অভিনেত্রী শুরু করবেন মৈনাক ভৌমিকের আগামী ছবির কাজ। এখনও পর্যন্ত ঠিক হওয়া নাম ‘ছুটকি’। ইন্দ্রাণীকে ঘিরেই আবর্তিত হবে ছবির গল্প।

আনন্দবাজার অনলাইন যোগাযোগ করতে পারেনি অভিনেত্রীর সঙ্গে। কথা বলেননি মৈনাকও। তবে টলিপাড়া বলছে, ছবিতে ইন্দ্রাণীই নাকি ‘ছুটকি’। যার মায়ের বাড়িতে ভাড়া থাকতে আসবে এক তরুণী। তার সঙ্গেই অসম বয়সী বন্ধুত্ব গড়ে উঠবে ছুটকির। এই তরুণীর ভূমিকায় অভিনয় করবেন মধুমিতা সরকার। আর কারা থাকবেন? এখনও সে খবর অজানা।

Advertisement
দুই ছবিতেই ইন্দ্রাণীর সঙ্গী মধুমিতা সরকার

দুই ছবিতেই ইন্দ্রাণীর সঙ্গী মধুমিতা সরকার

সূত্রের আরও খবর, জানুয়ারি থেকেই শ্যুট শুরুর কথা ছিল মৈনাকের নতুন ছবির। আপাতত সেই শ্যুট পিছিয়ে গিয়েছে মার্চে। ছবির পরিচালকও তাই জানুয়ারির শেষে অবসর কাটাতে চলে যাবেন শহরের বাইরে। নিজের নতুন ছবির পাশাপাশি ‘কুলের আচার’-এর ক্রিয়েটিভ পরিচালকও তিনি। এই ছবিতে উঠে আসবে বড় পরিবারের গল্প। এখানে ইন্দ্রাণীর বউমা হিসেবে দেখা যাবে মধুমিতাকে।

Advertisement
আরও পড়ুন