Tanmoy Bhattacharya

এ বার ‘শাস্তি, ফের সাসপেন্ড তন্ময়

তন্ময়কে সাসপেন্ড করা হয়েছিল তদন্ত চলাকালীন। কমিটি তদন্তের কাজ শেষ করার পরে সেই সাসপেনশন তুলে নেওয়া হয়েছিল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৫
তন্ময় ভট্টাচার্য।

তন্ময় ভট্টাচার্য।

এক মহিলা সাংবাদিকের আনা ‘হেনস্থা’র অভিযোগের প্রেক্ষিতে ফের ৬ মাসের জন্য নিলম্বিত (সাসপেন্ড) করা হল তন্ময় ভট্টাচার্যকে। দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটির (আইসিসি) রিপোর্টের ভিত্তিতে ওই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সিপিএম। এর আগে তন্ময়কে সাসপেন্ড করা হয়েছিল তদন্ত চলাকালীন। কমিটি তদন্তের কাজ শেষ করার পরে সেই সাসপেনশন তুলে নেওয়া হয়েছিল। আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর, এখন কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রাক্তন বিধায়ককে ‘শাস্তি’ দেওয়া হল। এই সিদ্ধান্ত দলের আগামী রাজ্য কমিটি ও কেন্দ্রী। কমিটির বৈঠকে পেশ করা হবে। তন্ময় অবশ্য বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, তাঁকে কেউ ‘শাস্তি’র কথা জানায়নি। আপাতত তিনি কলকাতার বাইরে বেড়াতে যাচ্ছেন।

Advertisement
Advertisement
আরও পড়ুন