Ranbir Kapoor

Bramhastra: বিগ-বি’-র থেকেও বেশি পারিশ্রমিক রণবীরের, বলিউডের নতুন গুঞ্জন

রণবীর কপূরের পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে কানাঘুষো। ছবির অন্যান্য চরিত্রের পারিশ্রমিকও নাকি চোখ কপালে ওঠার মতো!

Advertisement
সংবাদসংস্থা
শেষ আপডেট: ২০ জুন ২০২২ ১৮:৫৬

অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে বলিউডে চর্চা ছিল আগেই। কে, কোন ছবিতে কত পারিশ্রমিক নিয়েছেন এই নিয়ে বিতর্কও হয়েছে প্রচুর। অভিনেত্রীদের পারিশ্রমিক অভিনেতাদের থেকে কম, এই বিষয়ে তর্ক-বিতর্কের ঝড়ও উঠেছে বি-টাউনে। সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং অভিযোগের পাশাপাশি , ছবির নায়ক রণবীর কপূরের পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে কানাঘুষো। শোনা গিয়েছে এই ছবিতে বিগ-বির থেকেও বেশি পারিশ্রমিক নিয়েছেন রণবীর। শুধু রণবীর কেন, ছবির অন্যান্য চরিত্রের পারিশ্রমিকও নাকি চোখ কপালে ওঠার মতো! মুম্বই সংবাদ সংস্থার খবর, আনুমানিক ২৫ থেকে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন শিবা। অপরদিকে বলিউডের ‘শাহেনশা’ এই ছবিতে পারিশ্রমিক হিসেবে পেয়েছেন আনুমানিক আট থেকে দশ কোটি টাকা। সূত্র্রের খবর, আলিয়া পেয়েছেন আনুমানিক দশ থেকে বারো কোটি টাকা। ছবিতে খল চরিত্রে রয়েছেন মৌনী রায়। তাঁর পারিশ্রমিকও নেতাম কম নয়, আনুমানিক তিন কোটি টাকা পেয়েছেন মৌনী। দক্ষিণী অভিনেতা নাগার্জুনের পারিশ্রমিকের অঙ্ক নয় থেকে এগারো কোটি টাকা।

Advertisement

প্রচার ঝলকে দেখা না গেলেও ,এই ছবিতে একটি বিশেষ ভূমিকায় রয়েছেন ডিম্পল কাপাডিয়া, পারিশ্রমিক দু’কোটি টাকা। বলিউডের কিং খানকেও এই ছবিতে দেখা যাবে অতিথির ভূমিকায়। সূত্রের খবর, সেই পারিশ্রমিকও কোটির ঘরে। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’এর কাজ চলেছে অনেকদিন ধরে। ছবির প্রধান চরিত্র ‘শিবা’। ছবিতে শিবা অপরিসীম শক্তির অধিকারী। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে শিবাকে। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই আলিয়া রণবীরের সম্পর্কের শুরু। এই বছরেই ১৪ এপ্রিল প্রেমিক যুগল গাঁটছড়া বাঁধেন। বিয়ের পরও এই জুটির রসায়ন পছন্দ করবেন দর্শক, এমনটাই আশা পরিচালকের। অপরদিকে অমিতাভ বচ্চন কে এই ছবিতে দেখা যাবে ‘ব্রহ্মা’-র চরিত্রে। ছবির প্রচার ঝলকে এই চরিত্রের কিছুটা আভাস পাওয়া গেলেও ‘ব্রহ্মা’-র চরিত্রকে আলো-আঁধারিতেই রেখেছেন পরিচালক।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন