World Music Day

World Music Day: লতার গানেই লতা-স্মরণ, বিশ্ব সঙ্গীত দিবসে শিল্পীরা ফিরিয়ে আনবেন ‘হারানো সুর’

বিশ্ব সঙ্গীত দিবসে শ্রদ্ধার্ঘ প্রয়াত লতা মঙ্গেশকরকে। গানে গানেই তাঁকে ফিরে দেখবেন বিশিষ্ট শিল্পীরা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২২ ১৬:২৮

শুভা মুদগল, উস্তাদ রশিদ খান, হরিহরণ, উষা উত্থুপ থেকে পাপন, শুভমিতা, অন্বেষা, সৌরেন্দ্র-সৌম্যজিৎ— এক মঞ্চে এক সুতোয় গাঁথা হয়ে যাবেন দুই প্রজন্ম। সৌজন্যে লতা মঙ্গেশকর। তাঁরই গান গাইবেন সকলে মিলে। লতার গান ধরা দেবে উস্তাদ আমজাদ আলি খাঁয়ের সরোদের মূর্চ্ছনায়। বিশ্ব সঙ্গীত দিবসে গানে গানেই ফিরে আসবেন প্রয়াত কিংবদন্তি গায়িকা। উদ্যোগের ভাবনায় সৌরেন্দ্র-সৌম্যজিৎ। আনন্দবাজার অনলাইনকে তাঁরা বলেন, ‘‘গত বারো বছর ধরে প্রতিটি বিশ্ব সঙ্গীত দিবস নতুন আঙ্গিকে উদ্‌যাপনের চেষ্টা করে আসছি। এ বছর যেমন লতাজির ছবির গান নিয়ে কাজ করার কথা ভেবেছি। সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক শিল্পী তাঁরই গান গাইবেন, তবে নিজস্ব গায়কির মৌলিকত্ব অক্ষুণ্ণ রেখে। এ ভাবেই আমরা প্রয়াত গায়িকাকে শ্রদ্ধা জানাব। সঙ্গীতের শিকড়ে পৌঁছব তাঁর অপূর্ব সব গানের মধ্যে দিয়ে।’’

Advertisement

২০২২ সঙ্গীত জগতে এক অন্ধকার অধ্যায়। একা লতা নন, এ বছরে হারানোর খাতায় একে একে যোগ হয়েছে শিবকুমার শর্মা,সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ি, কেকে-র মত সঙ্গীত ব্যক্তিত্বের নাম। সৌরেন্দ্র-সৌম্যজিৎ জানান, প্রয়াত সব শিল্পীর উদ্দেশে শ্রদ্ধা জানিয়েই শুরু হবে সঙ্গীত দিবসের অনুষ্ঠান। যার একেবারে শেষে শিল্পী-দর্শক সকলে মিলে গেয়ে উঠবেন লতার জনপ্রিয় একটি গান। তালিকায় কোন গান থাকবে বা কোন শিল্পী লতাজির কোন গান গাইবেন— তা নিয়ে অবশ্য এখনই কিছু বলতে চাননি উদ্যোক্তা জুটি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আরও পড়ুন
Advertisement