Hrithik Roshan

মঞ্চে হৃতিকের প্রেমিকা সাবা, দর্শক অভিনেতার প্রাক্তন সুজান! ‘চোখের বালি’ যখন সই

হৃতিকের প্রেমিকার জন্য গলা ফাটালেন অভিনেতার প্রাক্তন স্ত্রী সুজান খান। এমন সমীকরণে হতভম্ব হয়েছেন অনেকেই।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ১০:৫১
Picture of hrithik roshan Saba azad susanne khan

হৃতিকের প্রেমিকার জন্য ছুটে এলেন প্রাক্তন সুজান। ছবি: সংগৃহীত।

বিচ্ছেদ হয়েছে তা-ও ৯ বছর হল। কিন্তু বন্ধুত্বের নতুন সংজ্ঞা তৈরি করেছেন হৃতিক রোশন ও সুজান খান। দাম্পত্যের বাঁধন থেকে মুক্ত হয়ে একে অপরের হাত ধরেছেন বন্ধু হয়ে। শুধু তা-ই নয়, দু’জনের নতুন প্রেম নিয়েও সমান উৎসাহী। একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে দুই প্রাক্তনের বর্তমানদের। গত বছরই গায়িকা-অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে নিজের সম্পর্কে কথা কবুল করেন অভিনেতা। অন্য দিকে, প্রেমিক আর্সলান গনি ও তাঁর সম্পর্কের কথা ঘোষণা করেন সুজন। প্রাক্তন দম্পতির এমন সমীকরণে হতভম্ব হয়েছেন অনেকেই। এ বার হৃত্বিকের প্রেমিকার জন্য গলা ফাটালেন সুজান। বললেন, ‘‘সাবা আগুনের ফুলকি।’’

Advertisement

সম্প্রতি মু্ম্বইতে অনুষ্ঠিত হল লোলাপালোজা, দেশের অন্যতম সঙ্গীত মেলা। দেশের খ্যাতনামী সব সঙ্গীতশিল্পী অংশ নেন এই সঙ্গীত মেলায়। সেখানেই নিজের ব্যান্ডের সঙ্গে গান গাইলেন সাবা। ওই ব্যান্ডের অন্যতম সদস্য হলেন নাসিরউদ্দিন শাহের পুত্র ইমাদ শাহ, যিনি আবার সাবার প্রাক্তন। বহু বছর ধরে একসঙ্গে গানবাজনা করেন তাঁরা। তাই সাবার অনুষ্ঠান দেখতে হাজির গোটা রোশন পরিবার। শুধু তা-ই নয়, প্রেমিক নিয়ে সাবার গান শুনতে আসেন সুজন। সাবা নিজের সমাজমাধ্যমের পাতায় সুজনকে ধন্যবাদ জানিয়েছেন এত দূর থেকে তাঁর অনুষ্ঠান দেখতে আসার জন্য। সুজানও প্রাক্তনের বর্তমান প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ। লিখলেন, ‘‘সাবা যেন আগুনের ফুলকি।’’

হৃতিক-সাবা ও সুজান-আর্সলান— দুই জুটিই খোলামেলা প্রেমে বিশ্বাসী। কখনও রেস্তরাঁর বাইরে, কখনও আবার কোনও অনুষ্ঠানে, হাতে হাত রেখে পাপারৎজ়ির সামনে দাঁড়াতে কোনও কুণ্ঠা নেই তাঁদের। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হৃতিক-সাবা।

Advertisement
আরও পড়ুন