Shovan Ganguly

Shovan-Swstika: উপহারে শোভনের প্রিয় বাটারস্কচ কেক, জন্মদিনে চিঠিতে গোপন কথা উজাড় স্বস্তিকার

জন্মদিনের সকাল? অজস্র ফোন, শুভেচ্ছা, ফুলের তোড়া। চোখ মেলেই এক ছাদের নীচে মা এবং প্রেমিকার উপস্থিতি। শোভনের কথায়, ‘‘জীবনের থেকে বেশি আর কী চাই?’’

Advertisement
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ১৯:২৩
ইনস্টাগ্রাম স্টোরিতে স্বীকারোক্তি, ‘এলাম, দেখলাম, ভালবাসলাম...!’

ইনস্টাগ্রাম স্টোরিতে স্বীকারোক্তি, ‘এলাম, দেখলাম, ভালবাসলাম...!’ ফাইল ছবি।

গত বছর এমনি দিনে শোভন গঙ্গোপাধ্যায়কে বড় চমক উপহার দিয়েছিলেন স্বস্তিকা দত্ত। ইনস্টাগ্রাম স্টোরিতে স্বীকারোক্তি, ‘এলাম, দেখলাম, ভালবাসলাম...!’ ‘বার্থডে বয়’-এর জন্য প্রেমিকার তরফে এর থেকে ভাল উপহার কী হতে পারে? উদ্‌যাপন যদিও আগের রাত থেকেই শুরু। সাক্ষী নেটমাধ্যম। ছবিতে, রাতঘড়ি ১২ টার ঘর পেরোতেই রাস্তার ধারে গাড়ি থামিয়ে উল্লাস শুরু শোভন-স্বস্তিকার। দূরে আলোয় ঝলমলে খেলার মাঠ। বনেটে ক্যারামেল কেক রেখে, মোমবাতি জ্বালিয়ে শুভকামনা। তার পরেই কেকে কামড় বসিয়ে প্রথম সেলিব্রেশন, নিবিড় আলিঙ্গন। আন্তরিক অনুরোধ, ‘যেমন আছো, তেমনি থেকো’।

এ বছরেও জন্মদিনের উদ্‌যাপন আগের রাত থেকেই। পার্থক্য, ১ এপ্রিল ঘামতে ঘামতে জন্মদিন পালন করছেন শোভন গঙ্গোপাধ্যায়! পোশাক বলতে বাড়ির সাদামাঠা, নরম কালো টি শার্ট আর হাফ প্যান্ট। গায়কের নায়িকা স্বস্তিকা দত্তও প্রায় একই সাজে। টি শার্টের বদলে গোল গলার গেঞ্জি টপ বেছেছেন তিনি। আনন্দবাজার অনলাইনে ফোনে শুভেচ্ছা জানাতেই শোভনের প্রতিক্রিয়া, ‘‘হুড়মুড়িয়ে এমন গরম চলে এল যে জমিয়ে উদযাপন করব সেই সুযোগ নেই।’’

Advertisement

তা হলে কি মাঠে মারা গেল সুরকার-গায়কের বিশেষ দিন? না, ১ এপ্রিল ততটাও বোকা বানায়নি তাঁকে। ৩১ মার্চ ৫০ দিন অতিক্রম করল অরিত্র মুখোপাধ্যায়ের ‘বাবা বেবি ও...’। সেই উপলক্ষে ইউনডোজ প্রোডাকশনস পার্টি দিয়েছিল। শোভন-স্বস্তিকার প্রাথমিক উদযাপন সেখানেই। বাকিটা বাড়ি ফিরতে ফিরতে নিজেদের মতো করে। জন্মদিনের সকাল? অজস্র ফোন, শুভেচ্ছা, ফুলের তোড়া। চোখ মেলেই এক ছাদের নীচে মা এবং প্রেমিকার উপস্থিতি। শোভনের কথায়, ‘‘জীবনের থেকে এর বেশি আর কী চাই?’’

তিনি না চাইলেও তাঁর মা, প্রেমিকা আরও অনেক কিছুই দিয়েছেন। মা রেঁধে বেড়ে খাইয়েছেন পোলাও, পাঁঠার মাংস, পায়েস। কেক ছাড়াও প্রেমিকা দিয়েছেন বসার সিংহাসন! ‘‘আরাম করে বসে যাতে কাজ করতে পারি তার জন্য নতুন চেয়ার এনে দিয়েছে’’, বলেছেন শোভন। আর দিয়েছেন খোলা চিঠি। তার শুরু থেকে শেষ পর্যন্ত নাকি দুষ্টুমিতে মাখামাখি! স্বস্তিকাকে প্রশ্ন করতেই নায়িকার লাজুক জবাব, ‘‘যে নামে ডাকি ওকে সেই নামেই সম্বোধন। তার পর মনের কথা উজাড় করে দেওয়ার পালা। যে কথা শুধুই আমার আর ওর।’’

সারাটা বেলা শুধুই সপরিবারে গায়ক। জানিয়েছেন, বোন দীপ্সিতা ধরের আসার কথা ছিল। ব্যস্ততার জন্য আসতে পারেননি। বদলে মাসি, মেসো, পরিবারের বাকিরা রয়েছেন। বিকেল থেকে সারা রাত কেবল শোভন আর স্বস্তিকা। ছবি দেখতে যাবেন। ভাল-মন্দ নৈশভোজ সারবেন। আর? ‘‘বাকিটা ব্যক্তিগত। বলতে নেই’’, হাসতে হাসতে কবুল কপোত-কপোতীর।

Advertisement
আরও পড়ুন