Neetu kapoor

Neetu Kapoor: মহেশ-সোনির বিয়ের বয়স ৩৬, ‘বেয়াই-বেয়ান’ সম্বোধনে শুভেচ্ছা নীতু কপূরের!

বুধবার মহেশ-সোনির বিয়ের বয়স ৩৬ বছর। ১৯৮৬-তে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। সেই দিনের কথা দায়িত্ব নিয়ে এ বছর মনে করালেন তাঁদের নতুন সম্বন্ধী নীতু। দু’জনের একটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। পাশে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকীর বেয়াই-বেয়ান। আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।’
 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২২ ১৬:১৯
মহেশ-সোনি এখন নীতুর পরমাত্মীয়।

মহেশ-সোনি এখন নীতুর পরমাত্মীয়।

ভট্ট পরিবার এখন পরম আত্মীয় কপূর খানদানের। রণবীর-আলিয়া সাতপাক ঘুরতেই নতুন রূপ নিয়েছে চেনা সম্পর্ক। তারই ঝলক বুধবার প্রকাশ্যে। সোশ্যাল মিডিয়ায় এই প্রথম মহেশ ভট্ট-সোনি রাজদানকে ‘বেয়াই-বেয়ান’ সম্বোধন করলেন নীতু কপূর। তাঁর এই আন্তরিক সম্বোধনে আপ্লুত অনুরাগীরা।

বুধবার মহেশ-সোনির বিয়ের বয়স ৩৬ বছর। ১৯৮৬-তে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। সেই দিনের কথা দায়িত্ব নিয়ে এ বছর মনে করিয়ে দিলেন নতুন সম্বন্ধী নীতু। ইনস্টাগ্রামে দু’জনের একটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। ছবির পাশে তাঁর বক্তব্য, ‘শুভ বিবাহবার্ষিকীর বেয়াই-বেয়ান। আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।’

Advertisement
বেয়াই-বেয়ানকে নীতুর শুভেচ্ছা।

বেয়াই-বেয়ানকে নীতুর শুভেচ্ছা।

নীতুর আগে সোনি স্বয়ং বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন মহেশকে। পুরনো ছবি ভাগ করে তাঁর বক্তব্য, ‘বয়স এই বাঁধনকে না পারে ক্ষয় করতে। না পারে ভালবাসাকে ম্লান করতে। এই উক্তি ক্লিওপেট্রার জন্য যেমন ব্যবহার করা হয় তেমনি আমাদের বিয়ের ক্ষেত্রেও। আমাদের বিয়ে, ভালবাসা, সম্পর্কও ক্লিওপেট্রার মতোই অনন্তযৌবনা।’

১৪ এপ্রিল বিয়ের বাঁধনে বাঁধা পড়েছেন রণবীর-আলিয়া। তার পরেই নীতুর এই সম্বোধনে চমকে গিয়েছে বলিউড। বিয়ে মিটতেই রণবীর-আলিয়া যে যার মতো কাজে ব্যস্ত। মহেশ-সোনির কাজে রয়েছেন বড় মেয়ে শাহিন। রণবীর-আলিয়ার ফাঁক ভরাতেই নীতু যেন তাই আরও তৎপর।

Advertisement
আরও পড়ুন