গাড়ি ছেড়ে মেট্রোয় সফর হেমার, রয়েছে বিশেষ কারণ। — ফাইল চিত্র।
তারকারা এমনিতেই বিলাসবহুল জীবনে অভ্যস্ত। সাধারণ মানুষের থেকে তাঁরা নাকি যোজনখানেক দূরে, এমনই ধারণা। তবে সেই চল ভেঙে দিলেন হেমা মালিনী। নিজের বিলাসবহুল গাড়ি ছেড়ে মেট্রো, অটোয় চেপে ঘুরছেন মুম্বই। তবে শখের জন্য গাড়ি ছেড়ে মেট্রোয় উঠেছেন, এমনটা নয়।
I must share with all of you my unique, wonderful experience.Drove 2 hours to reach Dahisar by car, so tiring! In the eve decided I would try the metro, and OMG! What a joy it was!True, we went thro tough times during the constr, but worth it! Clean, fast & ws in Juhu in 1/2 hr pic.twitter.com/2OZPMtORCu
— Hema Malini (@dreamgirlhema) April 11, 2023
কাজের সূত্রে জুহু থেকে মুম্বইয়ের পার্শ্ববর্তী শহরতলি দাসিহারে যাওয়ার কথা অভিনেত্রীর। তবে মুম্বইয়ের রাস্তায় অসম্ভব যানজট। তাই ট্র্যাফিক এড়াতেই মেট্রোয় উঠলেন অভিনেত্রী। নিজের টুইটারে এই জয় রাইডের একগুচ্ছ ছবি পোস্ট করেন হেমা। অভিনেত্রী লেখেন, ‘‘গাড়িতে দাসিহার যেতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে। তাই একঘেয়েমি কাটাতে মেট্রোয় উঠে পড়ি। মাত্র আধঘণ্টায় গন্তব্যে পৌঁছে যাই। যেমন সুখকর যাত্রা, তেমনই পরিষ্কার মেট্রো।’’
শুধু মেট্রোয় চড়ে ক্ষান্ত হননি অভিনেত্রী। তিনি তার পর ঘুরে বেড়ান অটোয় চেপে। ডি এন নগর থেকে জুহুতে তাঁর বাড়ি অবধি রাস্তা অটোতে সওয়ার হলেন হেমা। অভিনেত্রী বলেন, ‘‘কী দুর্দান্ত একটা অভিজ্ঞতা। ডি এন নগর থেকে জুহু নিজের বাড়ি পৌঁছলাম অটোয়। বাড়ির নিরাপত্তারক্ষী তো প্রায় বিশ্বাসই করতে পারছিল না, আমি অটোয় করে বাড়ি ফিরেছি। মেট্রোয় বহু মানুষের সঙ্গে দেখা হল, দারুণ কাটল দিনটা।’’