Hema Malini

বিলাসবহুল গাড়ি ছেড়ে ট্রেনে, অটোয় চেপে ঘুরে বেড়াচ্ছেন হেমা মালিনী, কেন জানেন?

বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ যাত্রীদের সঙ্গে মেট্রোয় সফর করলেন হেমা মালিনী। হঠাৎ কী হল অভিনেত্রীর?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১৫:৪৬
Hema Malini takes metro and auto to avoid Mumbar Traffic

গাড়ি ছেড়ে মেট্রোয় সফর হেমার, রয়েছে বিশেষ কারণ। — ফাইল চিত্র।

তারকারা এমনিতেই বিলাসবহুল জীবনে অভ্যস্ত। সাধারণ মানুষের থেকে তাঁরা নাকি যোজনখানেক দূরে, এমনই ধারণা। তবে সেই চল ভেঙে দিলেন হেমা মালিনী। নিজের বিলাসবহুল গাড়ি ছেড়ে মেট্রো, অটোয় চেপে ঘুরছেন মুম্বই। তবে শখের জন্য গাড়ি ছেড়ে মেট্রোয় উঠেছেন, এমনটা নয়।

Advertisement

কাজের সূত্রে জুহু থেকে মুম্বইয়ের পার্শ্ববর্তী শহরতলি দাসিহারে যাওয়ার কথা অভিনেত্রীর। তবে মুম্বইয়ের রাস্তায় অসম্ভব যানজট। তাই ট্র্যাফিক এড়াতেই মেট্রোয় উঠলেন অভিনেত্রী। নিজের টুইটারে এই জয় রাইডের একগুচ্ছ ছবি পোস্ট করেন হেমা। অভিনেত্রী লেখেন, ‘‘গাড়িতে দাসিহার যেতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে। তাই একঘেয়েমি কাটাতে মেট্রোয় উঠে পড়ি। মাত্র আধঘণ্টায় গন্তব্যে পৌঁছে যাই। যেমন সুখকর যাত্রা, তেমনই পরিষ্কার মেট্রো।’’

শুধু মেট্রোয় চড়ে ক্ষান্ত হননি অভিনেত্রী। তিনি তার পর ঘুরে বেড়ান অটোয় চেপে। ডি এন নগর থেকে জুহুতে তাঁর বাড়ি অবধি রাস্তা অটোতে সওয়ার হলেন হেমা। অভিনেত্রী বলেন, ‘‘কী দুর্দান্ত একটা অভিজ্ঞতা। ডি এন নগর থেকে জুহু নিজের বাড়ি পৌঁছলাম অটোয়। বাড়ির নিরাপত্তারক্ষী তো প্রায় বিশ্বাসই করতে পারছিল না, আমি অটোয় করে বাড়ি ফিরেছি। মেট্রোয় বহু মানুষের সঙ্গে দেখা হল, দারুণ কাটল দিনটা।’’

Advertisement
আরও পড়ুন