Celebrity Life

ফের শয্যাশায়ী সামান্থা! এ বার কোন রোগের সঙ্গে লড়ছেন দক্ষিণী তারকা?

শারীরিক অসুস্থতা মানসিক দিক থেকে কাবু করতে পারেনি সামান্থাকে। দ্রুত সুস্থতার জন্য বিশেষ এক পদ্ধতিও অবলম্বন করছেন নায়িকা। কী সেই পদ্ধতি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১১:৫২
সামান্থা রুথ প্রভু ফের অসুস্থ?

সামান্থা রুথ প্রভু ফের অসুস্থ? ছবি: সংগৃহীত।

ব্যথায় জর্জরিত তিনি। শারীরিক অসুস্থতা যেন পিছু ছাড়তেই চাইছে না! আবারও অসুস্থ সামান্থা রুথ প্রভু। খবর, এ বার তাঁকে কাবু করেছে চিকুনগুনিয়া। যার জেরে প্রতিটি অস্থিসন্ধিতে প্রবল ব্যথা তাঁর। নায়িকা একেবারে শয্যাশায়ী। টানা চিকিৎসা চলছে। এ খবর নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন দক্ষিণী তারকা।

Advertisement

যদিও অসুস্থতার কারণে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়লেও মনের দিক থেকে শক্ত তিনি। তাই চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খাচ্ছেন, সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম। আর ব্যথা কমাতে ‘রেড লাইট থেরাপি’ নিচ্ছেন। যেখানে এই বিশেষ চিকিৎসা পরিষেবা নিচ্ছেন, সেখান থেকে অভিনেত্রী একটি ছবি ভাগ করে নিয়েছেন। লিখেছেন, “অস্থিসন্ধিগুলো আর আগের মতো নেই। সারা শরীরে খুবই ব্যথা।”

পাশাপাশি এ-ও জানিয়েছেন, শরীর থাকলে খারাপ হবেই। তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। বরং সাময়িক শরীরচর্চা থেকে ছুটি পেয়ে খুশিই হয়েছেন। তা বলে এ ভাবেও বেশি দিন কাটাতে রাজি নন। দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে চাইছেন। কারণ, হাতে অনেক কাজ। নতুন বছরে তাঁকে কোন কোন রূপে দেখবেন অনুরাগীরা? অভিনেত্রীর পোস্টে এমন প্রশ্নও করেছেন কেউ কেউ। তাঁদের উদ্দেশে সামান্থার বক্তব্য, তাঁর সম্পর্কে খুঁটিনাটি জানতে তাঁর সমাজমাধ্যমে যেন চোখ রাখেন তাঁরা। সেখানেই সব কিছু ক্রমশ প্রকাশ্য।

Advertisement
আরও পড়ুন