Guru Randhawa

জোর খবর, বাংলা ছবির পঞ্জাবি রিমেকে গুরু রণধাওয়া! বিপরীতে তাঁরই প্রেমিকা?

বাং‌লার কোন সিনেমা নিয়ে পঞ্জাবিতে ছবি হতে চলেছে? খবর ছড়াতেই চাঞ্চল্য!

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ মে ২০২৪ ১৮:১২
Image Of Guru Randhawa

বাংলা ছবির পঞ্জাবি রিমেকে রণধাওয়া নিজস্ব চিত্র।

টলিউড তোলপাড়। বাংলাকে দেখে টুকছে পঞ্জাব! শোনা যাচ্ছে, একটি বাংলা ছবি পঞ্জাবিতে রিমেক হচ্ছে। সেখানে নায়কের ভূমিকায় গুরু রণধাওয়া। বিপরীতে নাকি নায়িকা তাঁর প্রেমিকা শেহনাজ় গিল! এর আগে দু’জনে মিলে মিউজ়িক ভিডিয়ো করেছেন। সেটি যথেষ্ট জনপ্রিয়। তার আগে থেকেই যদিও তাঁদের প্রেমের চর্চা শুরু। স্বাভাবিক ভাবেই তাই ফের দু’জনের নাম একসঙ্গে উচ্চারিত হতেই নতুন করে গুঞ্জন শুরু।

Advertisement

এ বার প্রশ্ন, কোন বাংলা ছবির পঞ্জাবি সংস্করণ তৈরি হতে চলেছে? জানা গিয়েছে, এসভিএফ-এর নতুন প্রযোজনা সেটি, নাম ‘পাগলপ্রেমী’। পরিচালক অভিরূপ ঘোষ। বাংলায় এ ছবির নায়ক আদৃত রায়। ছবির শুট হয়েছিল দুবাইয়ে। ছবির কাজ অনেক দিন শেষ। এখনও দিনক্ষণ ঠিক হয়নি। ফলে, ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেনি প্রযোজনা সংস্থা। এই ছবিই পঞ্জাবিতে রিমেক হতে চলেছে। পরিচালকের নাম এখনও জানা যায়নি। নায়কের বিপরীতে জনপ্রিয় মুখ খুঁজছেন নির্মাতারা। সেই অনুযায়ী নাম উঠেছে শেহনাজ়ের। প্রাথমিক কথাও নাকি হয়েছে। এ বার পিছনের গল্পে আসা যাক।

Image Of Shehnaaz Kaur Gill

গুরু রণধাওয়ার নায়িকা শেহনাজ় গিল! নিজস্ব চিত্র।

বাংলা, বাংলাদেশের পর পঞ্জাবে নিজেদের প্রসারিত করতে চলেছে এসভিএফ। এ খবর প্রকাশ্যে আসে এপ্রিল মাসে। তাই নিজেদের বাংলা প্রযোজনার ভাষান্তর ঘটাবে তারা, এমনটা আন্দাজ করাই যায়। সেই অনুযায়ী বেছে নেওয়া হয়েছে অভিরূপের ‘পাগলপ্রেমী’কে। যেখানে আদৃত একটা সময়ের পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবেন। বাংলায় জনপ্রিয় অভিনেতার বিপরীতে নবাগতাকে দেখা যাবে। নতুন নায়িকার নাম এখনই জানাতে নারাজ পরিচালক এবং প্রযোজক। জাতীয় স্তরে ঘাঁটি গাড়ার কথা প্রকাশ্যে এনেই দিল্লি, মুম্বইয়ে দফায় দফায় বৈঠক করেন এসভিএফ কর্তারা। সেই সময়ে বৈঠকে রণধাওয়াকেও যোগ দিতে দেখা গিয়েছিল। জানা গিয়েছে, সব ঠিক থাকলে ১৯ জুন রণধাওয়া-শেহনাজ় জুটি শুট শুরু করবেন।

Advertisement
আরও পড়ুন