Shah Rukh Khan

‘ওকে সন্দেহ করার আগে যেন...’ শাহরুখকে নিয়ে কেন এমন মন্তব্য করেছিলেন গৌরী খান?

শাহরুখ এতই চটেছিলেন যে এক বিনোদন ম্যাগাজ়িনের অফিসে হঠাৎ প্রবেশ করে মেজাজ হারিয়ে ফেলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৯:৫১
Gauri Khan revealed that she could not doubt on Shah Rukh Khan for an affair

শাহরুখকে কি সন্দেহ করতেন গৌরী? ছবি: সংগৃহীত।

পর্দায় তাঁর প্রেমের দৃশ্যে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়। গোটা একটা প্রজন্ম তাঁকে দেখে প্রেমের ভাষা শিখেছে। শুধু অভিনয় নয়, তাঁর বক্তব্যও মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন অনুরাগীরা। মাথা গরম হলে তাঁর অন্য রূপ। শাহরুখের এমন স্বভাবের কথা প্রকাশ্যে এনেছিলেন গৌরী খান।

Advertisement

পুরনো একটি ঘটনার কথা তুলে ধরলেন তিনি। শাহরুখ এতই চটেছিলেন যে এক বিনোদন ম্যাগাজ়িনের অফিসে হঠাৎ প্রবেশ করে মেজাজ হারিয়ে ফেলেন। শাহরুখ ও গৌরী প্রথম থেকেই বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসাবে পরিচিত। সব সময়ই তাঁদের সম্পর্ক অনুপ্রেরণা জুগিয়ে এসেছে। কিন্তু একটা সময় শাহরুখের নাম জড়ায় জুহি চাওলার সঙ্গে। উল্লিখিত ম্যাগাজ়িনেই লেখা হয়েছিল, শাহরুখের সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়ার পর্ব চলছে জুহির। বিষয়টি মোটেই ভাল ভাবে গ্রহণ করেননি বলিউডের বাদশাহ।

১৯৯৪ সালে গৌরী এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ওর (শাহরুখ) আর জুহির সম্পর্ক নিয়ে লেখা হয় এবং ‘ডর’ ছবির একটি দৃশ্য ছাপা হয়। এই খবর পড়ে ওদের অফিসে পৌঁছে যায় শাহরুখ। আমি শাহরুখকে এবং ওঁর সহ-অভিনেতাদের বিশ্বাস করি। খুবই ভাল সম্পর্ক প্রত্যেকের। লন্ডনে টানা দশটা দিন কাজল, তনুজা আন্টি, শিল্পা শেট্টির সঙ্গে কাটিয়েছিলাম। শহরের নাটক দেখেছিলাম। একসঙ্গে কেনাকাটা করেছিলাম।” গৌরী এ-ও বলেছিলেন, শাহরুখকে সন্দেহ করার কোনও প্রশ্নই ওঠে না। তাঁর কথায়, “ওকে সন্দেহ করার আগে বরং আমি মরে যাব।”

আরও এক বার মেজাজ হারিয়েছিলেন শাহরুখ। সুভাষ ঘাইয়ের পার্টিতে এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়েছিল। পরিস্থিতি বেগতিক দেখে কোনও মতে শাহরুখকে টেনে সরিয়ে নিয়ে যান গৌরী। যদিও শাহরুখ-পত্নী জানতেন, দোষ ছিল সেই ব্যক্তিরই। তা-ও তাঁর কাছে কাকুতিমিনতি করে সমস্যা থামিয়েছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন