Shah Rukh Khan

শাহরুখ ও আরিয়ানের উপর কড়া নজরদারি চালিয়ে খুনের হুমকি! ধৃতের ফোনে ধরা পড়ল কোন তথ্য?

পেশায় আইনজীবী সেই ব্যক্তিকে রায়পুর থেকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ছত্তীসগঢ়ের এই ব্যক্তি নাকি শাহরুখ সম্পর্কে নানা রকমের তথ্য জোগাড় করছিলেন বেশ কিছু দিন ধরেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৮:৪৬
Arrested man who sent unusual message to Shah Rukh Khan was tracking Aryan Khan’s movement

আরিয়ান ও শাহরুখের উপর নজর রাখছিলেন ধৃত। ছবি: সংগৃহীত।

বহু বছর ধরে লরেন্স বিশ্নোইয়ের নিশানায় সলমন খান। একাধিক খুনের হুমকি পেয়েছেন ভাইজান। এর মধ্যেই খুনের হুমকি আসে শাহরুখ খানের কাছেও। মুম্বই পুলিশ সূত্রে জানা যায়, ফয়জ়ান খান নামে এক ব্যক্তির থেকে এই হুমকি আসে।

Advertisement

পেশায় আইনজীবী এই ব্যক্তিকে রায়পুর থেকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ছত্তীসগঢ়ের এই ব্যক্তি নাকি শাহরুখ সম্পর্কে নানা রকমের তথ্য জোগাড় করছিলেন বেশ কিছু দিন ধরেই। শুধু শাহরুখই নয়, তাঁর নিরাপত্তারক্ষীদের সম্পর্কেও নানা তথ্য ছিল তাঁর কাছে। এমনকি, এই ব্যক্তির নিশানায় ছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খানও। নিয়মিত আরিয়ান কোথায় যান, কী করেন, সব কিছুর উপর নজরদারি চালাচ্ছিলেন তিনি।

ইন্টারনেট ব্যবহার করেই শাহরুখ ও আরিয়ানের বিষয়ে তথ্য সংগ্রহ করেছিলেন ধৃত ব্যক্তি। ফয়জ়ানের থেকে বাজেয়াপ্ত করা মোবাইল ফোন খতিয়ে দেখেই বিষয়টি জানতে পারে তদন্তকারী পুলিশ। সেই মোবাইলের ফোনের ‘হিস্ট্রি’ বলে দিয়েছে, শাহরুখ ও আরিয়ানের ব্যাপারে কী ভাবে তিনি তথ্য সংগ্রহ করেছিলেন। কেন শাহরুখ ও আরিয়ানের উপর নজরদারি চালাচ্ছিলেন, এই বিষয়ে প্রশ্ন করলে ধৃত কোনও সদুত্তর দিতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।

বান্দ্রা পুলিশের কাছে শাহরুখের উদ্দেশে প্রথম হুমকি ফোনটি আসে। ফয়জ়ান নাকি একটি মোবাইল অ্যাপলিকেশনের মাধ্যমে বান্দ্রা পুলিশের ল্যান্ডলাইন নম্বর জোগাড় করেছিলেন। গত ৩০ অক্টোবর একটি ফোন কেনেন তিনি। সেই ফোন ব্যবহার করে পরের দিনই হুমকি দেন ফয়জ়ান।

যদিও ফয়জ়ান খান নামের ওই আইনজীবীর দাবি, কিছু দিন আগেই তাঁর ফোন চুরি হয়। তাই তাঁর ফোন নিয়ে কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছেন, তা তিনি জানেন না বলে দাবি করেছেন তিনি। ধৃতের বয়ান খতিয়ে দেখলেও তার সত্যতা এখনও খুঁজে পায়নি মুম্বই পুলিশ। জানা গিয়েছে, ধৃত আইনজীবী বিশ্নোই সম্প্রদায়েরও ঘনিষ্ঠ।

Advertisement
আরও পড়ুন