Farha Khan

তিন সন্তানের বাবা, সেই স্বামীকে সমকামী ভাবতেন ফারহা খান, কিন্তু কেন?

ফারহা খান একসঙ্গে তিন সন্তানের অভিভাবক হন ২০০৮ সালে। যদিও একসময় স্বামী শিরীষকে সমকামী বলেই মনে হত। বিরক্তও থাকতেন শিরীষকে নিয়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৬:১২
স্বামী শিরীষকে যে কারণে সমকামী ভাবতেন ফারহা খান।

স্বামী শিরীষকে যে কারণে সমকামী ভাবতেন ফারহা খান। ছবি: সংগৃহীত।

২০ বছরের দাম্পত্য জীবন ফারহা খান ও তাঁর স্বামীর। ২০০৪ সালে ৪ ডিসেম্বর ‘ম্যায় হুঁ না’ ছবির সম্পাদক শিরীষকে বিয়ে করেন ফারহা। কৃত্রিম প্রজননের সাহায্য নিয়ে তাঁরা একসঙ্গে তিন সন্তানের অভিভাবক হন ২০০৮ সালে। যদিও এক সময় ফারহার স্বামী শিরীষকে সমকামী বলেই মনে হত তাঁর। বিরক্তও হতেন শিরীষকে দেখলে।

Advertisement

এমনিতেই খুব একটা রাখ ঢাক করে কথা বলেন না ফারহা। মনে যা, তা-ই মুখে তাঁর। প্রথম বার শিরীষের সঙ্গে তাঁর দেখা হয় ‘ম্যায় হুঁ না’ ছবি করার সময়। চুপচাপ শিরীষ, পরিচালক ফারহার সঙ্গেও তেমন ভাবে কথাই বলতে না। তাই নয় সারা ক্ষণ রেগেও থাকতেন। ফারহার কথায়, ‘‘আমি প্রথম দেখায় প্রেম এই ব্যাপারটার থেকেই যোজন দূরে। শিরীষ শুরুর দিকে রাগ রাগ দেখাত। কারণ একটা মানুষ যে কম কথা বলে সে রেগে গিলে চুপ করে যায় সেটা আরও বিরক্তিকর। আমি তো আমাদের দেখা হওয়ার পর ছয় মাস পর্যন্ত ভেবেছি উনি সমকামী।’’ যদিও পরে সেই শিরীষকেই মন দিয়ে বসেন ফারহা। ৮ বছরের ছোট শিরীষ কুন্দেরকে বিয়ে করে অনেক কথা শুনেছেন ফারহা। যদিও তিন সন্তান নিয়ে এখন সুখী গৃহকোণ তাঁদের।

Advertisement
আরও পড়ুন