Neel Bhattacharya

Neel : তৃণার উন্নতিতে ঈর্ষা হয়? মুখ খুললেন নীল

৩০০ পর্ব উদ্‌যাপনে মাতলেন টিম ‘উমা’। তৃণার বড়পর্দায় যাত্রা থেকে টিআরপি নিয়ে অকপট নীল।

Advertisement
উৎসা হাজরা
কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ২০:৫৬
অকপট নীল

অকপট নীল

দেখতে দেখতে ৩০০ পর্ব পার। কেক কেটে জমিয়ে উদ্‌যাপন টিম ‘উমা’র। শ্যুটিংয়ের ফাঁকে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি নীল ভট্টাচার্য।

প্রশ্ন: ৩০০ পর্বের উদ্‌যাপন কেমন হল?

Advertisement

নীল: টিমের সবাই খুব খাদ্যরসিক। বিরিয়ানি খুব ভালবাসে। তাই বিরিয়ানিই এল। বড় একটা কেক এসেছিল। সেটা কাটা হল। জমিয়ে তার পর খাওয়াদাওয়া করলাম। এক জনের জন্মদিন যে ভাবে পালন করা হয়, তেমন ভাবেই হল হইহুল্লোড়।

প্রশ্ন: ‘কৃষ্ণকলি’ এক সময় টিআরপি লিস্টে এক নম্বরে ছিল। ‘উমা’ সেই অর্থে তেমন নম্বর তুলতে পারেনি। টিআরপি আপনাকে কতটা প্রভাবিত করে ?

নীল: টিআরপি অভিনেতাদের হাতে থাকে না। ধারাবাহিক ভাল ফল করলে অবশ্যই ভাল লাগে। কিন্তু যাঁরা বলেন, টিআরপি নিয়ে ভাবিত নন, তেমনটা আসলে সত্যি নয়। আমার ক্ষেত্রে কম টিআরপি সব সময় আরও ভাল কাজ করার অনুপ্রেরণা যোগায়। হতাশ হই না।

প্রশ্ন: শ্যামা-নিখিল জুটি দর্শকের প্রিয় ছিল। উমার সঙ্গে জুটিও দর্শক পছন্দ করছে। আপনার প্রিয় কারা?

নীল: সৈরিতির সঙ্গে জুটিও দর্শক খুব পছন্দ করেছিল। এখনও সেই গানে মানুষ রিল তৈরি করে। সুতরাং কারও সঙ্গে তুলনা করা ঠিক নয়।

প্রশ্ন: তৃণা চুটিয়ে বড়পর্দা, সিরিজে কাজ করছে। আপনাকে কবে দেখা যাবে?

নীল: সময় বার করা খুব কঠিন হয়ে পড়ছে। ‘উমা’র জন্য মাসে ২৯ দিন শ্যুটিং করি। সেখানে এই মুহূর্তে একটু চাপ। আশা করছি, বছরের শেষ দিকে সব দিক সামলে নিতে পারব।

প্রশ্ন: তৃণা বড়পর্দার অভিনেত্রী। দু’জনের মধ্যে কখনও অহংবোধ, হীনমন্যতা, প্রতিযোগিতা কাজ করে?

নীল: না। ও যত উন্নতি করবে, আমারও উন্নতি হবে। কোনও এক জন এগিয়ে গেলে, অপর জন তাঁকে টেনে নিয়ে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement