Shah Rukh Khan-Diljit Dosanjh

কলকাতায় দিলজিতের কণ্ঠে ‘করব, লড়ব, জিতব’ স্তুতি, পাল্টা প্রতিক্রিয়া এল শাহরুখের তরফে

বাঙালি শ্রোতাদের মন জিততে কোনও চেষ্টাই বাকি রাখেননি তারকা। অনুষ্ঠানের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতেই দেখা গিয়েছে দিলজিৎ বলছেন, ‘করব লড়ব জিতব রে’। শোনামাত্রই প্রতিক্রিয়া এল বাদশার তরফে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৯
(বাঁ দিকে) দিলজিৎ দোসাঞ্জ (ডান দিকে) শাহরুখ খান।

(বাঁ দিকে) দিলজিৎ দোসাঞ্জ (ডান দিকে) শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

গত শনিবার কলকাতায় গানের অনুষ্ঠান করলেন দিলজিৎ দোসাঞ্জ। কিন্তু অনুষ্ঠানের দিন দুয়েক আগেই কলকাতায় পৌঁছেছেন তিনি, ঘুরে দেখেছেন তিলোত্তমা। দিলজিতের কলকাতা ভ্রমণের ছবিতে আপাতত মজে নেটপাড়া। গায়কের প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকেরা। অনুষ্ঠানের রাতে মঞ্চে উঠে কলকাতা নাইটদের মন্ত্র ‘করব, লড়ব, জিতব রে’-ও শোনা গেল দিলজিতের কণ্ঠে। গায়কের কণ্ঠে নিজের আইপিএল দলের বাণী শুনে কি চমকে গিয়েছেন মালিক শাহরুখ খান! দেরি করেননি প্রতিক্রিয়া দিতেও।

Advertisement

বাঙালি শ্রোতার মন জিততে কোনও প্রচেষ্টাই বাকি রাখেননি তারকা। অনুষ্ঠানের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতেই দেখা গিয়েছে দিলজিৎ বলছেন , “করব লড়ব জিতব রে’- একটা দারুণ ট্যাগলাইন। কলকাতা নাইট রাইডার্সের এই মন্ত্রটা তাই তো। তা ছাড়া, শাহরুখ স্যারের দলের গান, তাই আমার যে ভালো লাগবে সেটাই স্বাভাবিক। আমি স্যরের বড় ভক্ত। আর এটা কিন্তু মন্ত্র হিসেবেও দারুণ। নিজে কসরত করুন, লড়ুন, হার-জিত পরের কথা। তবে নিজের একশো শতাংশ দিতে হবে। তাই আপনি যদি জীবনে একশো শতাংশ পরিশ্রম করেন, জিতও আপনার কাছে ধরা দেবে। তাই আমার কাছে এই ‘করব লড়ব জিতব রে’ স্লোগানটার আলাদা মাহাত্ম্য রয়েছে।”

এমন কথা শোনার পর এক্স হ্যান্ডলে দিলজিতের ওই ভিডিও ভাগ করে বাদশা লিখেছেন, “দিলজিৎ পাজ্জি তোমাকে অসংখ্য ধন্যবাদ সিটি অফ জয়কে আনন্দ দেওয়ার জন্য। তুমি ‘করব লড়ব জিতব রে’-কে যে ভাবে ব্যাখ্যা করলে আমি নিশ্চিত কলকাতা নাইট রাইডার্স দল এবং দলের সমস্ত অনুরাগীর তা দারুণ লেগেছে। অসংখ্য শুভেচ্ছা তোমার এই সফরের জন্য। অনেকটা ভালোবাসা।” বাদশার এই পোস্ট দেখে পাল্টা দিলজিৎ লেখেন, “আপনাকে ভালবাসি স্যর।”

কলকাতা থেকে ফিরে যাওয়ার সময় গায়ক সমাজমাধ্যমে লেখেন, “অনেক ধন্যবাদ, তোমাকে ভালবাসি কলকাতা।”

Advertisement
আরও পড়ুন