—ফাইল চিত্র।
ত্বক পরিচর্যার বহু ঘরোয়া মাস্কেই দেখা যায় কফির পাউডার ব্যবহার করতে বলা হয়েছে। শুধু তা-ই নয় অনেক প্রসাধনীতেও কফি রয়েছে বলে দাবি করা হয়। কফি খেলে স্বাস্থ্যের নানা রকম উপকারের কথা বলেন অনেকেই, কিন্তু কফি ত্বকে কী ভাবে সাহায্য করে?
সম্প্রতি সমাজমাধ্যমে কফি দিয়ে ত্বকের চর্চার বহু রিল ভাইরাল হয়েছে। ত্বক চর্চা বিষয়ক সমাজ মাধ্যম প্রভাবীরা কেউ কেউ সেই সব রিলে দাবি করেছেন, কফি চোখের নীচের কালি দূর করতে সাহায্য করে। কেউ বা বলেছেন, ত্বককে মৃতকোষ মুক্ত রাখতে সাহায্য করে। কিন্তু সত্যিই কি বিষয়টি তাই?
ত্বকের চিকিৎসক কী বলছেন?
কফি যে ত্বকের জন্য উপকারী তা মানছেন ত্বকের চিকিৎসকেরাও। ত্বকের চিকিৎসক এবং কসমেটোলজিস্ট শারিফা চউস বলছেন, ‘‘গবেষণায় দেখা গিয়েছে, সানস্ক্রিন এবং চোখের নীচে লাগানোর ক্রিমে কফিতে থাকা উপাদান কার্যকরী। তিনি বলছেন, সরাসরি কফি ত্বকে লাগালে তা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে তৈরি দাগ ছোপ কমাতে, ত্বকের লালচে ভাব দূর করতে এবং বলি রেখা দূর করতে সাহায্য করে। কফিতে থাকা ক্লোরোজোনিক অ্যাসিড এবং মেলানয়ডিনস নামের দু’টি উপাদান এ কাজে সাহায্য করতে পারে। ’’
সবাই কি কফি ব্যবহার করতে পারেন?
কফিতে থাকা ক্যাফিন সূর্যের অতিবেগনি রশ্মি থেকে হওয়া ত্বকের ক্ষতির প্রতিকার করতে সাহায্য করে ঠিকই। কিন্তু শরিফা একই সঙ্গে বলছেন, ত্বককে সুস্থ রাখার এবং তারুণ্য ধরে রাখার জন্য জরুরি যে কোলাজেন, তা কফির অতিরিক্ত ব্যবহারে নষ্টও হতে পারে। শরিফার কথায়, ‘‘যাঁদের শুষ্ক ত্বকের সমস্যা রয়েছে বা যাঁদের ত্বক স্পর্শকাতর তাদের ত্বকে সরাসরি কফির ব্যবহার বা কফি আছে এমন প্রসাধনীর ব্যবহার না করাই ভাল। কারণ তাতে ত্বকে অস্বস্তি বাড়তে পারে।’’