Arijit Singh

এত দিন গান গাইতেন, এ বার শাহরুখ খানকেও টেক্কা দিলেন অরিজিৎ সিংহ! কী হল বেঙ্গালুরুতে?

শাহরুখের কণ্ঠে বেশ কিছু গান গেয়েছেন অরিজিৎ। যার মধ্যে অন্যতম জনপ্রিয় গান ‘গেরুয়া’ ও ‘চাল্লেয়া’। এ বার বেঙ্গালুরুর অনুষ্ঠানে কী করলেন গায়ক?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৮
(বাঁ দিকে) শাহরুখ খান। অরিজিৎ সিংহ (ডান দিকে)।

(বাঁ দিকে) শাহরুখ খান। অরিজিৎ সিংহ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

প্রতি বছরই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত ঘুরে অনুষ্ঠান করেন অরিজিৎ সিংহ। এ বছরের ভারত ভ্রমণ শুরু করছেন গায়ক। বেঙ্গালুরুতে ছিল প্রথম শো। সেখানেই অরিজিতের রকমসকম দেখে যেন খানিকটা হতচকিত অনুরাগীরা। কেউ কেউ তো রীতিমতো শাহরুখকে তুলনা করে বসলেন গায়কের সঙ্গে।

Advertisement

এমনিতেই শাহরুখের কণ্ঠে বেশ কিছু গান গেয়েছেন অরিজিৎ। যার মধ্যে অন্যতম জনপ্রিয় ‘রং দে তু মোহে গেরুয়া’ এবং ‘চাল্লেয়া’। প্রথমটি ‘দিলওয়ালে’ এবং দ্বিতীয়টি ‘জওয়ান’ ছবির গান। শাহরুখ খান-নয়নতারা অভিনীত ছবি এই গানের হুক স্টেপ অনুরাগীদের চেনা। এ বার মঞ্চে গাইতে গাইতে সেই নাচও নেচে দেখালেন অরিজিৎ। বেঙ্গালুরুর অনুষ্ঠানে যে শুধু এটুকুই চমক ছিল, তা নয়। অরিজিৎকে হঠাৎ যেন নাচে পেয়েছিল!

একের পর এক গানে নেচেছেন তিনি। কখনও বলিউডি গান, কখনও আবার ভাংড়া। আবার কখনও অনুরাগীদের দিকে এগিয়ে দিয়েছেন গোলাপ। একেবারে শেষে ফিরে গিয়েছেন বাংলায়। ‘বোঝে না সে বোঝে না’ দিয়েই শেষ হল অনুষ্ঠান। আসলে বেঙ্গালুরু এখন ‘দ্বিতীয় কলকাতা’ বলাই যায়, অন্তত চাকরিজীবী বাঙালির বাসস্থান হিসাবে। এ দিকে এ বছরের ভারত সফরে অরিজিতের কোনও অনুষ্ঠান কলকাতায় রাখা হয়নি।

তবে গায়কের নতুন এই অবতার দেখে কেউ কেউ শাহরুখের নাচের সঙ্গে তুলনা টেনেছেন তাঁর। কেউ কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েননি।

Advertisement
আরও পড়ুন