ইনদওরে গিয়ে মাথা গরম করে ফেললেন দিলজিৎ! ছবি: সংগৃহীত।
কলকাতা ও বেঙ্গালুরুর অনুষ্ঠান নির্বিঘ্নে মিটলেও ইনদওরের অনুষ্ঠানে ফের গোলমাল দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে। গায়কের অনুষ্ঠানে মদ বিক্রি বা মাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে বজরং দল। দিলজিতের অনুষ্ঠান শুরুর আগে বজরং দলের সদস্যেরা অনুষ্ঠানস্থলে মদ বিক্রি যাতে না হয় তা নিশ্চিত করার কথা বলেন। মঞ্চে উঠেই জবাব দিলেন গায়ক। ইনদওরেরই জনপ্রিয় কবি রাহাত ইন্দোওরির কবিতার পঙ্ক্তি ধার করে পাল্টা যেন হুংকার ছুড়লেন!
অনুষ্ঠানের আগেই তেলঙ্গনা সরকারের তরফে আইনি নোটিশ ধরানো হয় দিলজিৎকে। তাই মঞ্চে উঠতে গাইতে গাইতে নিজস্ব ভঙ্গিমায় তিনি রাহাত ইন্দোওরির কবিতা দু’টি পঙ্ক্তি আউড়ে নেন। বলতে শোন যায়, ‘‘সভি কা খুন হ্যায় ইস্ মিট্টি মে শামিল, কিসি কি বাপ কা হিন্দুস্তান থোড়ি হাঁ?’’ বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, ‘‘এই মাটিতে সকলের রক্ত মিশে রয়েছ, এই দেশ কারও বাবার নাকি?" গায়কের এমন মন্তব্য মন জিতেছে নেটপাড়ার একাংশ। দিলজিত যেন কাঁটা দিয়ে কাঁটা তুললেন। গায়কের 'দিল লুমিনাটি ট্যুরে' পরবর্তী শহর চণ্ডীগড়। তার পর মুম্বই। বছর শেষ অনুষ্ঠানটি হবে গুয়াহাটিতে।