দিলজিতের অনুষ্ঠানে যেতে হিমশিম খান দীপিকা। ছবি: সংগৃহীত।
দিলজিৎ দোসঞ্জের অনুষ্ঠান মানেই উন্মত্ত অনুরাগীদের উত্তেজনা। আর তাঁর অনুষ্ঠানে দোসর হয়েছিলেন দীপিকা পা়ড়ুকোন। হঠাৎই বেঙ্গালুরুতে দিলজিতের অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন নায়িকা। মা হওয়ার পরে এই প্রথম প্রকাশ্যে। তবে তার জন্য তাঁকে নাকি কাঠখড় পোড়াতে হয়েছে বিস্তর।
বেঙ্গালুরুর ট্রাফিক সম্পর্কে প্রায় সকলেই অবহিত। ঘণ্টার পর ঘণ্টে কেটে যায় সেই ট্রাফিকে। সেই একই সমস্যায় পড়েছিলেন দীপিকা। ট্রাফিক ছাড়ার অপেক্ষা করতে গেলে হয়তো দিলজিতের সঙ্গে আর দেখাই হত না। তাই তড়িঘড়ি নেমে পড়েন গাড়ি থেকে। বেঙ্গালুরুর সেই রাস্তা থেকে হেঁটেই পৌঁছন অনুষ্ঠানে। সঙ্গে ছিলেন দীপিকার কয়েক জন বন্ধুবান্ধব। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল।
বন্ধুদের সঙ্গে হই হই করতে করতে দিলজিতের অনুষ্ঠানে গিয়ে পৌঁছন দীপিকা। তবে দীপিকাকে এ দিন দেখা যায় ভিন্ন অবতারে। সেই টানটান মেদহীন চেহারার বদলে এখন তিনি খানিক পৃথুলা। কিন্তু ভাঁটা প়ড়েনি তাঁর সৌন্দর্যে। পরনে ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও ঢিলেঢালা টিশার্ট। খোলা চুল। গয়না বলতে কানে দুল ও হাতে ঘড়ি।
এ রাতে দীপিকাকে কখনও দর্শকাসন থেকে নাচতে দেখা যায়। কখনও আবার দেখা যায়, মঞ্চের পিছন থেকে দিলজিতের গান শুনছেন তিনি। এমনকি মঞ্চেও পৌঁছে যান তিনি। সঙ্গে নিজের প্রসাধনী সংস্থার প্রচারও সেরে নেন দীপিকা। দিলজিৎ নিজেই বলেন, তিনি নাকি দীপিকার ব্র্যান্ডের সাবানই একমাত্র ব্যবহার করেন।
দীপিকা সম্পর্কে দিলজিৎ আরও বলেন, “কত ভাল ভাল কাজ করেছেন। বড় পর্দায় ওঁকে আমরা দেখেছি। কখনও ভাবিনি, এত কাছ থেকে ওঁকে দেখব। কী মিষ্টি মানুষ! নিজের যোগ্যতায় বলিউডে জায়গা তৈরি করেছেন। ওঁকে অনেক ভালবাসা। আমার অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।”