Dev

স্বজনহারা দেব, শোকের ছায়া অধিকারী পরিবারে

বৃহস্পতিবারই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাসিমুখে দেখা গিয়েছিল দেবকে। মাঝে একটা দিন গড়াতেই দুঃসংবাদ অভিনেতার পরিবারে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ১০:৫৭
শোকের ছায়া দেবের পরিবারে।

শোকের ছায়া দেবের পরিবারে। ফাইল চিত্র।

সামনেই ‘প্রজাপতি’র মুক্তি। ছবির প্রচারে এ দিক-সে দিক ছুটতে হচ্ছে তাঁকে। তার মধ্যেই অধিকারী পরিবারে দুঃসংবাদ। স্বজনহারা হলেন সাংসদ-অভিনেতা দেব। হঠাৎই নিজের জেঠু তারাপদ অধিকারীকে হারালেন অভিনেতা। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৫। হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় দেবের জেঠুর।

জেঠুর শেষকৃত্যে যোগ দিতে ইতিমধ্যেই মেদিনীপুরের উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি। গতকাল রাতেই মারা গিয়েছেন দেবের জেঠু। মেদিনীপুরের কেশপুরে অভিনেতার আদিবাড়ি, সেখানেই থাকতেন তিনি। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন দেবের বাবা গুরুপদ অধিকারী। শোকের ছায়া অধিকারী পরিবারে।

Advertisement

দেবের বাবা গুরুপদ অধিকারীর মুম্বইতে ক্যাটারিং-এর ব্যবসা। মুম্বইতে আগে থেকেই কাজ করতেন তারাপদ বাবু। দেবের জেঠুর সাহায্যেই অভিনেতার বাবার মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাটারিং ব্যবসার শুরু।

বৃহস্পতিবারই কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছিল দেবকে। সাদা ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে মঞ্চ আলো করেছিলেন তিনি। এ বছর থালি গার্ল হয়েছিলেন রুক্মিণী। দেবের আসন্ন ছবি ‘প্রজাপতি’-তে দেব ছাড়াও রয়েছেন মিঠুন চক্রবর্তী, শ্বেতা ভট্টাচার্য, মমতা শঙ্করের মতো তারকারা। এই ছবি বাবা-ছেলের সম্পর্কের গল্প। ছেলের বিয়ে নিয়ে নাজেহাল বাবা। ছেলের শুধু একটিই ইচ্ছা, বাবাকে খুশি দেখতে চায় সে। বাস্তব জীবনেও বাবা গুরুপদ অধিকারীর ঘনিষ্ঠ দেব। বাবা-মায়ের সুখই সব তাঁর কাছে, বিভিন্ন সময় সে কথা নিজেই জানিয়েছেন অভিনেতা।

Advertisement
আরও পড়ুন