Deepika Padukone

মাতৃত্বকালে চেহারায় এসেছে বদল! দিলজিতের অনুষ্ঠানে হঠাৎ আবির্ভাব, কী করলেন দীপিকা?

এ যেন অন্য দীপিকা। সেই টানটান মেদহীন চেহারার বদলে এখন তিনি খানিক পৃথুলা। কিন্তু ভাঁটা প়ড়েনি তাঁর সৌন্দর্যে। পরনে ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও ঢিলেঢালা টিশার্ট।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৩:২৩
Deepika Padukone’s presence at Diljit Dosanj’s Bengaluru concert has become the talk of the town

দিলজিতের অনুষ্ঠানে দীপিকা। ছবি: সংগৃহীত।

দু’মাস আগে শেষ তাঁকে দেখা গিয়েছিল। কন্যা দুয়া পাড়ুকোন সিংহকে নিয়ে ঘরে ফিরছিলেন তিনি। তার পর থেকে আড়ালে দীপিকা পাড়ুকোন। মাতৃত্বকাল নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। অবশেষে তাঁর আত্মপ্রকাশ। শুক্রবার বেঙ্গালুরুতে সটান পৌঁছে গেলেন দিলজিৎ দোসঞ্জের অনুষ্ঠানে। মঞ্চে উঠে পা-ও মেলালেন পঞ্জাবি শিল্পীর সঙ্গে।

Advertisement

এ যেন অন্য দীপিকা। সেই টানটান মেদহীন চেহারার বদলে এখন তিনি খানিক পৃথুলা। কিন্তু ভাঁটা প়ড়েনি তাঁর সৌন্দর্যে। পরনে ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও ঢিলেঢালা টিশার্ট। খোলা চুল। গয়না বলতে কানে দুল ও হাতে ঘড়ি। তাঁর সাজ ও ব্যক্তিত্বে কোনও দিনই অতিনাটকীয়তা নেই। মন খারাপের কথা নির্দ্বিধায় বলেছেন তিনি। আবার আনন্দে দু’হাত মেলে নেচেছেন। ঠিক একই ভাবে তিনি ধরা দিলেন দিলজিতের অনুষ্ঠানে। পঞ্জাবি শিল্পীর গানের সঙ্গে দীপিকার নাচ এই মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল।

একে দিলজিতের অনুষ্ঠান, দোসর দীপিকা। শ্রোতাদের মধ্যে যেন আলোড়ন পড়ে যায় মুহূর্তে। দীপিকাকে কখনও মঞ্চের পিছনে, কখনও শ্রোতাদের মধ্যেও নাচতে দেখা যায়। মঞ্চে উঠে দিলজিতের সঙ্গে নাচার পাশাপাশি পঞ্জাবি শিল্পীকে কন্নড় ভাষাও শেখান বলি-অভিনেত্রী।

দীপিকাকে দেখে আনন্দিত দিলজিৎ বলেন, “কত ভাল ভাল কাজ করেছেন। বড় পর্দায় ওঁকে আমরা দেখেছি। কখনও ভাবিনি, এত কাছ থেকে ওঁকে দেখব। কী মিষ্টি মানুষ! নিজের যোগ্যতায় বলিউডে জায়গা তৈরি করেছেন। ওঁকে অনেক ভালবাসা। আমার অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।”

গত ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীর সিংহের কোলে আসে প্রথম সন্তান। এই সময়ে স্ফীতোদর নিয়েও একাধিক কটাক্ষ ধেয়ে আসে অভিনেত্রীর দিকে। নিন্দকদের দাবি, দীপিকার স্ফীতোদর নাকি নকল। তাঁদের অবশ্য কোনও জবাব দেননি তিনি। যদিও দিলজিতের অনুষ্ঠানে দীপিকার চেহারার গড়নই সেই সব কটাক্ষের উত্তর দিয়ে দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন