Deepika Padukone

Deepika Padukone: ফের প্রযোজকের ভূমিকায়, বাবা প্রকাশ পাড়ুকোনের জীবনীচিত্র বানাচ্ছেন দীপিকা

​​​​​​​প্রকাশের চরিত্রে দেখা যাবে কাকে? এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। তবে বাবার জীবনীচিত্রের পরিকল্পনা শুরু করেছেন ইতিমধ্যেই।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ১২:৩৩
বাবা প্রকাশের  সঙ্গে দীপিকা।

বাবা প্রকাশের সঙ্গে দীপিকা।

বাবা প্রকাশ পাড়ুকোনকে নিয়ে ছবি করবেন দীপিকা পাড়ুকোন। প্রাক্তন ব্যাডমিন্টন তারকার সাফল্য, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে তাঁর ওঠাপড়ার আখ্যানকে পর্দায় ফুটিয়ে তোলার পরিকল্পনা করছেন তাঁর কন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা নিজেই এ কথা জানিয়েছেন।

স্বামী রণবীর সিংহের ছবি ‘৮৩’-র সহ-প্রযোজক ছিলেন দীপিকা। কিন্তু তিনি মনে করেন, ভারতীয় ক্রিকেট দল প্রথম বিশ্বকাপ জেতার আগে প্রকাশ বিশ্বের দরবারে পৌঁছেছিলেন ব্যাডমিন্টন নিয়ে। প্রকাশ-কন্যার কথায়, “বিশ্বকাপ জেতার আগেই বাবা ব্যাডমিন্টন নিয়ে দেশের মুখ উজ্জ্বল করছিলেন। ১৯৮১ সালে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়েছিলেন।”

Advertisement

খেলোয়াড় প্রকাশের লড়াই নিয়ে ওয়াকিবহাল দীপিকা। তিনি বললেন, “বাবা যদি আজকালকার খেলোয়াড়দের মতো সুযোগ পেতেন, তা হলে হয়তো আরও ভাল খেলতে পারতেন।”

প্রকাশের চরিত্রে দেখা যাবে কাকে? এ বিষয়ে এখনও যদিও কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। তবে বাবার জীবনীচিত্রের পরিকল্পনা শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই।

Advertisement
আরও পড়ুন